ইন্দিরার রেকর্ড ভেঙে টানা শাসনে দ্বিতীয় স্থানে মোদী

টানা শাসনের নিরিখে নরেন্দ্র মোদী ছাপিয়ে গেলেন ইন্দিরা গান্ধীকে। শুক্রবার, প্রধানমন্ত্রী হিসেবে তাঁর কার্যকালের পরিসংখ্যানে যোগ হল ৪,০৭৮তম দিন। ইন্দিরা গান্ধীর টানা প্রধানমন্ত্রী থাকার সময়সীমা…

Narendra Modi longest serving pm

টানা শাসনের নিরিখে নরেন্দ্র মোদী ছাপিয়ে গেলেন ইন্দিরা গান্ধীকে। শুক্রবার, প্রধানমন্ত্রী হিসেবে তাঁর কার্যকালের পরিসংখ্যানে যোগ হল ৪,০৭৮তম দিন। ইন্দিরা গান্ধীর টানা প্রধানমন্ত্রী থাকার সময়সীমা ছিল ৪,০৭৭ দিন, ১৯৬৬ সালের জানুয়ারি থেকে ১৯৭৭ সালের মার্চ পর্যন্ত। মোদী এবার সেই রেকর্ডকে পিছনে ফেললেন (Narendra Modi Longest Serving PM)।

এই রেকর্ড শুধুমাত্র সময়ের হিসেব নয়-একটা রাজনৈতিক পর্বের ইঙ্গিতও। গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে শুরু করে দেশের প্রধানমন্ত্রী হয়ে ২৪ বছরেরও বেশি সময় ধরে নির্বাচিত সরকার চালিয়ে গিয়েছেন মোদী। দেশের ইতিহাসে এমন নজির আর কোনও নেতার নেই।

   

ছ’বারের জয়, টানা তিন বার কেন্দ্রে ক্ষমতায়

২০০১ সালে গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে রাজনৈতিক কেরিয়ারের মোড় ঘুরেছিল মোদীর। সেখান থেকে একে একে ২০০২, ২০০৭, ২০১২-তে রাজ্য জয়ের পর, ২০১৪, ২০১৯ এবং ২০২৪-টানা তিনটি লোকসভা নির্বাচনে বিজেপিকে সংখ্যাগরিষ্ঠতা এনে দিয়েছেন তিনি। জওহরলাল নেহরুর পরে মোদীই একমাত্র নেতা, যিনি তিন-তিনটি সাধারণ নির্বাচনে দলকে টানা জয় এনে দিলেন।

নন-কংগ্রেসি ঘরানার রেকর্ড

মোদীই একমাত্র অ-কংগ্রেসী প্রধানমন্ত্রী, যিনি পূর্ণ মেয়াদে দুইবার সরকার চালিয়েছেন এবং তৃতীয়বারও প্রধানমন্ত্রীর শপথ নিয়েছেন। শুধু তাই নয়, তিনিই একমাত্র অ-কংগ্রেসী নেতা, যিনি একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এসেছেন।

Advertisements

স্বাধীনতার পরে জন্ম, দিল্লির শীর্ষে নেতৃত্ব

মোদী হলেন দেশের প্রথম প্রধানমন্ত্রী, যিনি স্বাধীনতার পরে জন্মেছেন। গুজরাটে এক সাধারণ পরিবারে জন্ম। ছোটবেলায় বাবার সঙ্গে চা বিক্রি করতেন রেলস্টেশনে। সেখান থেকে রাজনীতির মূল স্রোতে এসে আরএসএস হয়ে বিজেপি’র হাত ধরে আজ দেশের প্রধান নেতা। বর্তমানে যুক্তরাজ্য ও মালদ্বীপ সফরে রয়েছেন মোদী। সেই সফরের মধ্যেই এল এই নতুন মাইলফলক।

রাজনৈতিক বার্তা কী?

ইন্দিরার মতো দীর্ঘ সময় ধরে সরকার চালিয়েছেন মোদী। কিন্তু আজকের রাজনৈতিক প্রেক্ষাপট, চ্যালেঞ্জ, আন্তর্জাতিক চাপ এবং ঘরোয়া সমালোচনার মধ্যেও নিজের জনপ্রিয়তা ও নেতৃত্ব টিকিয়ে রেখেছেন তিনি।

মোদীকে ঘিরে সমর্থন যেমন দৃঢ়, তেমনই সমালোচনার পরিমাণও কম নয়। তবু এত বছরের রাজনৈতিক ধারাবাহিকতা, শাসনক্ষমতায় স্থায়িত্ব এবং বারবার জনমতকে নিজের পক্ষে টেনে আনা—এই তিন দিকেই তাঁর ভূমিকা অনন্য।