বিরাট আমন্ত্রণ! উত্তেজনার মধ্যেই পাকিস্তানে পা রাখছেন নরেন্দ্র মোদী?

২০১৫ সালে আফগানিস্তান থেকে ফেরার পথে পাকিস্তানে অবতরন করেছিলেন নরেন্দ্র মোদী (Narendra Modi)। তত্কালীন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সঙ্গে তাঁর বাসভবনেও যান। প্রধানমন্ত্রীর এই আকস্মিক পাক-সফর…

২০১৫ সালে আফগানিস্তান থেকে ফেরার পথে পাকিস্তানে অবতরন করেছিলেন নরেন্দ্র মোদী (Narendra Modi)। তত্কালীন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সঙ্গে তাঁর বাসভবনেও যান। প্রধানমন্ত্রীর এই আকস্মিক পাক-সফর নিয়ে বিতর্ক কম হয়নি। তারপর পেরিয়ে গেছে এক দশক। গঙ্গা আর সিন্ধু নদে গড়িয়েছে বহু জল। এবার দুই দেশের সম্পর্কের উত্তেজনার মধ্যেই আবারও সেই ‘ডাক’ এল নয়াদিল্লির কাছে।

জয় শাহের আইসিসি চেয়ারম্যান হওয়ায় ‘বাবা’ অমিতকে ‘শুভানন্দন’ মমতার

ইসলামাবাদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানালো পাকিস্তান (Pakistan)। আগামী অক্টোবর মাসে ইসলামাবাদে আয়োজিত হবে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের শীর্ষ বৈঠক। আর সেই বৈঠকে যোগ দিতেই পাকিস্তানের রাজধানীতে আমন্ত্রণ জানানো হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। বৃহস্পতিবার (২৯ অগস্ট), পাকিস্তানের বিদেশ দফতরের মুখপাত্র, মমতাজ জাহরা বালোচ জানিয়েছেন, ১৫ ও ১৬ অক্টোবর এই শীর্ষ বৈঠক হবে। তার জন্য প্রত্যেক অংশগ্রহণকারী দেশের প্রধানদের আমন্ত্রণ পাঠানো হয়েছে।

মাদক পাচার, শিশু পর্নোগ্রাফি চালাত টেলিগ্রাম, কাঠগড়ায় পাভেল

ইসলামাবাদ এবং নয়া দিল্লির মধ্যে দীর্ঘদিন ধরেই উত্তেজনা অব্যাহত রয়েছে। প্রাথমিকভাবে কাশ্মীর সমস্যা এবং সেইসঙ্গে পাক মদতে সীমান্তবর্তী এলাকায় সন্ত্রাসবাদের সমস্যাই এর কারণ। ইমরান খানের সময় থেকে পাকিস্তান বেশ কয়েকবার ভারতের সঙ্গে আলোচনায় সার ইঙ্গিত দিয়েছে। তবে, ভারত সাফ জানিয়ে দিয়েছে, নয়া দিল্লিও পাকিস্তানের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক চায়। তবে, তার জন্য পাকিস্তানকে সন্ত্রাসবাদীদের মদত দেওয়া বন্ধ করতে হবে।

রক্তে কমছে লোহিত কনিকা, পেশির জোর কমছে মহাকাশে আটকে থাকা সুনীতাদের

Advertisements

এদিক এসসিও একটি বহু দেশীয় সম্মেলন হওয়ায় সেখানে আন্তর্জাতিক কূটনৈতিক রীতিনীতি মেনেই হয়তো পাকিস্তানে পা রাখতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে নয়াদিল্লির পক্ষ থেকে যতক্ষণ স্পষ্ট করা হচ্ছে ততক্ষণ কিছুই বলা যাচ্ছে না।