বিপদ বুঝেই কি মোদীর বিশেষ বার্তা বিজেপি সাংসদের? মহারাষ্ট্র বিধানসভার আগে সতর্ক বিজেপি

বিপদ বুঝেই কি ঘর গোছাতে ব্যস্ত এনডিএ শিবির? এই কথা উঠতেই পারে। আসন্ন মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) বৃহস্পতিবার একটি…

narendra modi

বিপদ বুঝেই কি ঘর গোছাতে ব্যস্ত এনডিএ শিবির? এই কথা উঠতেই পারে। আসন্ন মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) বৃহস্পতিবার একটি বৈঠকে বিশেষ নির্দেশ দেন। মহারাষ্ট্র বিধানসভার নির্বাচনে কোনও ভুল করতে চাইছে না বিজেপি তথা এনডিএ শিবির। তাই এইদিন বানিজ্য নগরীর সাংসদদেরকে বিধানসভা নির্বাচনের জন্য বিশেষ বার্তা দিলেন মোদী।

তুমুল বৃষ্টির কারণে শুক্রবার বন্ধ সমস্ত স্কুল-কলেজ, জারি বিজ্ঞপ্তি

   

প্রসঙ্গত মোদী সরকার এই নিয়ে তৃতীয়বার ক্ষমতায় এলেও তাঁরা কোনক্রমে এই লোকসভা নির্বাচনে উতরে গিয়েছে। এই আবহে তাঁরা তাঁদের পুরোনো জমি ফিরে পেতে ফের কাজ শুরু করে দিয়েছে। তাই আগামী মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করেছে তাঁরা। এনডিটিভিতে প্রকাশিত খবরের সূত্র ধরে জানা গিয়েছে, মোদী এইদিন নির্দেশ দিয়েছেন যে সরকারের প্রকল্পগুলো আরও জনগণের কাছে নিয়ে যেতে হবে। জনগণকে ইউনিয়ন বাজেটের ভাল দিকগুলো তুলে ধরতে হবে। শুধু তাই নয়, সরকারের বিষয়ে ভুল তথ্য যেন মানুষের কাছে না যায় সেই দিকটাও দেখতে হবে।

প্যারিস অলিম্পিক 2024, কখন এবং কোথায়? বাড়ি থেকে বিনামূল্যে লাইভ অলিম্পিক অনুষ্ঠান দেখুন

এক সাংসদ সংবাদমাধ্যমকে জানিয়েছেন যে, ‘আমাদের বুথ স্তরের মানুষের কাছে পোঁছাতে হবে। বিরোধীদের রটানো চক্রান্ত আমাদের নস্যাৎ করে কাজ করতে হবে।’ প্রসঙ্গত মহারাষ্ট্র বিজেপির শক্ত জমি থাকলেও গত লোকসভা নির্বাচনে বিজেপি এককভাবে মাত্র ৯ আসনে জয় লাভ করেছে। মহারাষ্ট্র বিধানসভায় এনডিএ সরকারকে ফের ক্ষমতায় আনতে তাই কাজ শুরু করেছে বিজেপি।