নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রাপ্ত একের পর এক দুর্লভ উপহার আবারও উঠছে নিলামে। তবে এ শুধু সংগ্রহে রাখার জিনিস নয়, বরং এক মহৎ উদ্যোগকে এগিয়ে নিয়ে যাওয়ার হাতিয়ারও। সপ্তম দফার এই অনলাইন নিলাম শুরু হচ্ছে ১৭ সেপ্টেম্বর, মোদীর ৭৫তম জন্মদিনেই৷ চলবে ২ অক্টোবর পর্যন্ত। এখানে যেমন সুযোগ থাকছে ইতিহাসের এক টুকরোকে ঘরে তোলার, তেমনই নিলাম থেকে প্রাপ্ত উপার্জন পৌঁছে দেওয়া হবে গঙ্গা সংরক্ষণ প্রকল্প ‘নমামি গঙ্গে’র তহবিলে।
কোথায় রাখা থাকবে উপহার?
জাতীয় আধুনিক শিল্পকলা গ্যালারিতে রাখা হয়েছে সব উপহার৷ সেখান থেকেই মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে নিলামের ঘোষণা করলেন কেন্দ্রীয় সংস্কৃতি ও পর্যটনমন্ত্রী গজেন্দ্র সিং শেঠকাওয়াত।
এবারের তালিকায় নজরকাড়া বেশ কিছু উপহারসামগ্রী। দেবী ভবানীর একটি মনোরম মূর্তির বেস প্রাইস রাখা হয়েছে ১.০৩ কোটি টাকা। অযোধ্যার রামমন্দিরের একটি নিখুঁত মডেলের দাম শুরু হচ্ছে ৫.৫ লক্ষ থেকে। শীর্ষ আকর্ষণে জায়গা করে নিয়েছে ২০২৪ প্যারালিম্পিক্সে পদকজয়ী ভারতীয় ক্রীড়াবিদদের ব্যবহৃত তিন জোড়া জুতোও, প্রতিটির প্রাথমিক দাম ৭.৭ লক্ষ টাকা।
আর কী কী থাকছে? Narendra Modi gifts auction
এছাড়াও রয়েছে জম্মু-কাশ্মীরের পশমিনা শাল, রাম দরবারের তাঞ্জোর পেইন্টিং, ধাতব নটরাজ মূর্তি, গুজরাটের রগান শিল্পকর্ম এবং নাগা শাল। এ বছরের বিশেষ সংযোজন প্যারিস প্যারালিম্পিক্স থেকে ভারতীয় ক্রীড়াবিদদের দান করা স্পোর্টস মেমোরাবিলিয়া— যা সংস্কৃতি মন্ত্রকের ভাষায়, “সহিষ্ণুতা ও উৎকর্ষের প্রতীক।”
২০১৯ সালে এই নিলামের যাত্রা শুরু হয়েছিল। তারপর থেকে ছয় দফায় মোট ৫০ কোটিরও বেশি টাকা উঠেছে। সংস্কৃতি মন্ত্রক বলছে, “এটি শুধু নিলাম নয়, এক মহৎ উদ্দেশ্যকে সমর্থন করার সুযোগ।”