নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে প্রাণনাশের হুমকি৷ মুম্বই ট্রাফিক পুলিশ হেল্পলাইন নম্বরে হোয়াটসঅ্যাপ করে এই হুমকি দেওয়া হয়েছে। যে নম্বর থেকে হোয়াটসঅ্যাপে করা হয়েছে, সেটি আজমেরের বলে ট্র্যাক করেছে পুলিশ। অভিযুক্তকে ধরতেইতিমধ্যেই আজমেরের উদ্দেশে রওনা দিয়েছে মুম্বই পুলিশের একটি দল৷ (Narendra Modi death threat)
হোয়াটসঅ্যাপে হুমকি Narendra Modi death threat
শনিবার সকালে হোয়াটসঅ্যাপে যে বার্তাটি পাঠানো হয়েছে তাতে পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের কথা বলা রয়েছে। বিস্ফোরণ ঘটিয়ে প্রধানমন্ত্রীর উপর হামলার পরিকল্পনা রয়েছে বলে ওই মেসেজে উল্লেখ করা হয়। তবে এই বিষয়ে পুলিশ এখনও বিস্তারিত কোনও তথ্য জানায়নি। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, অভিযুক্ত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন বা তিনি মত্ত অবস্থায় এই বার্তা পাঠিয়েছেন। তবে, যে ভাষায় এই হুমকি বার্তা পাঠানো হয়েছে, তাতে ঘটনাটি হালকা ভাবে নিতে নারাজ মুম্বই পুলিশ৷ ঘটনার তদন্ত শুরু হয়েছে।
এফআইআর দায়ের Narendra Modi death threat
এই হুমকির বার্তা পাওয়ার পরেই ভারতীয় দণ্ডবিধির নির্দিষ্ট ধারায় এফআইআর দায়ের করা হয়েছে। দশদিন আগের ঘটনা৷ একইভাবে মুম্বই ট্রাফিক পুলিশ হেলপলাইন নম্বরে একটি ভুয়ো মেসেজ আসে৷ সেখানে বলিউড তারকা সলমন খানকে খুনের হুমকি দেওয়া হয়েছিল৷ তড়িঘড়ি অভিনেতার নিরাপত্তা বাড়ানো হয়৷ তবে এটাই প্রথম নয়৷ আগেও লরেন্স বিষ্ণোই গ্যাং-এর কাছ থেকে থ্রেট পেয়েছিলেন বলিউডের ভাইজান৷ তবে লরেন্স নিজেই এখন আমেদাবাদের সবরমতী জেলে বন্দি৷
আগেও এসেছে হুমকি মেসেজ
গত মাসের শেষেও নরেন্দ্র মোদীকে খুনের পরিকল্পনা করা হয়েছে বলে মুম্বই পুলিশের কাছে হুমকি ফোন এসেছিল। এই ঘটনায় ৩৪ বছরের এক মহিলাকে গ্রেফতার করে পুলিশ৷ পরে জানা যায়, ওই মহিলা মানসিক ভাবে অসুস্থ৷ গত অক্টোবর মাসে পুণে পুলিশের কাছে এমনই একটি ভুয়ো ফোন এসেছিল। বলা হয়েছিল, প্রধানমন্ত্রীকে খুনের পরিকল্পনা করা হচ্ছে৷ ওই অভিযোগে ৩৮ বছরের এক ব্যক্তি গ্রেফতার হন৷
Bharat: Prime Minister Narendra Modi receives a death threat via WhatsApp. Mumbai police trace the number to Ajmer and dispatch a team to apprehend the suspect. Security measures are heightened as the investigation unfolds.