কলকাতা: ৭৫-এ পা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দলীয় নেতা-কর্মী, অনুগামীরা তো বটেই, তাঁকে জন্মদিনে শুভেচ্ছা জানালেন বিরোধী নেতারাও৷ রাজনৈতিক টানাপোড়েনের মাঝেও ফুটে উঠল সৌজন্যের ছবি।
বিরোধীদের শুভেচ্ছা
কংগ্রেস নেতা রাহুল গান্ধী এক্স-এ লিখেছেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে জন্মদিনের শুভেচ্ছা জানাই ও তাঁর সুস্বাস্থ্য কামনা করি।” কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বার্তা দিয়েছেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে শুভেচ্ছা। দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করি।”
শুভেচ্ছা জানিয়েছেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নও৷ তিনি লিখেছেন, “মাননীয় প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা। আপনার সুস্বাস্থ্য ও সুখ কামনা করছি।” সপা প্রধান অখিলেশ যাদব শুভেচ্ছা জানিয়ে যোগ করেছেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে আন্তরিকভাবে জন্মদিনের শুভেচ্ছা। জীবন হোক সুস্থ, অর্থবহ, অন্তর্ভুক্তিমূলক ও ইতিবাচক।”
শুভেচ্ছা গিয়েছে তৃণমূলের তরফেও৷ দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদর অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁর বার্তায় লিখেছেন, “মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে জন্মদিনের শুভেচ্ছা।”
দেশজুড়ে কর্মসূচি Narendra Modi 75th birthday
প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বিজেপি শাসিত রাজ্য ও কেন্দ্রে চলছে বিশেষ আয়োজন। স্বাস্থ্য শিবির থেকে পরিচ্ছন্নতা অভিযান, দেশীয় পণ্যের মেলা থেকে বুদ্ধিজীবী সমাবেশ—বিভিন্ন উদ্যোগ চলবে আগামী ২ অক্টোবর পর্যন্ত।
উল্লেখ্য, নরেন্দ্র মোদীর জন্ম ১৯৫০ সালের ১৭ সেপ্টেম্বর, উত্তর গুজরাটের মেহসানা জেলার ভদনগরে।