মোদীর ৭৫ তম জন্মদিনে নমো অ্যাপে সেবা পর্ব শুরু

আজ, ১৭ সেপ্টেম্বর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৫ তম জন্মদিন। ভারতের রাজনৈতিক ইতিহাসে নরেন্দ্র মোদীর যাত্রা এক অনন্য অধ্যায়। গুজরাটের ভদনগর থেকে দেশের সর্বোচ্চ পদে আসীন…

Narendra Modi PM Mitra Park inauguration

আজ, ১৭ সেপ্টেম্বর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৫ তম জন্মদিন। ভারতের রাজনৈতিক ইতিহাসে নরেন্দ্র মোদীর যাত্রা এক অনন্য অধ্যায়। গুজরাটের ভদনগর থেকে দেশের সর্বোচ্চ পদে আসীন হওয়ার গল্প অনেকের কাছে অনুপ্রেরণার। এই বিশেষ দিনে নমো অ্যাপের (Namo App) মাধ্যমে সূচনা হল এক নতুন উদ্যোগ— সেবা পর্ব ২০২৫, যা চলবে আগামী ২ অক্টোবর পর্যন্ত।

Advertisements

সেবা হি সংকল্প

বিজ্ঞাপন

মোদীর আজীবন মন্ত্র “সেবা হি সংকল্প, রাষ্ট্র প্রথম হি প্রেরণা”। সেই ভাবনাকে সম্মান জানিয়ে এই ডিজিটাল কর্মসূচি আয়োজন করা হয়েছে। উদ্দেশ্য একটাই— দেশবাসীকে সমাজসেবায় যুক্ত করা।

নাগরিকদের সক্রিয় ভূমিকা

এই কর্মসূচিতে সাধারণ মানুষও অংশ নিতে পারবেন। বৃক্ষরোপণ, রক্তদান, স্বচ্ছ ভারত অভিযানের মতো মোট ১৫টি কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ রয়েছে। প্রতিটি কর্মকাণ্ডের ছবি বা সেলফি আপলোড করলে নাম উঠবে সেবা লিডারবোর্ডে এবং অংশগ্রহণকারীরা পাবেন ডিজিটাল সার্টিফিকেট অব রেকগনিশন।

মোদী @৭৫ ভার্চুয়াল প্রদর্শনী

প্রধানমন্ত্রী মোদীর শৈশব থেকে শুরু করে তাঁর নেতৃত্বের দীর্ঘ যাত্রাপথকে উপস্থাপন করা হয়েছে ‘মোদী @৭৫’ ভার্চুয়াল প্রদর্শনীতে। ভিডিও, ইন্টারঅ্যাকটিভ প্যানেল এবং বিশেষ ফোটোবুথের মাধ্যমে নাগরিকরা দেখতে পারবেন মোদীর কর্মজীবনের উল্লেখযোগ্য মাইলস্টোন।

AI শুভেচ্ছা বার্তা

প্রযুক্তির সঙ্গে সংযোগ বাড়াতে যোগ হয়েছে বিশেষ সুবিধা— AI ভিডিও শুভেচ্ছা। নাগরিকরা নিজের নাম, পেশা ও প্রাপ্ত সরকারি সুবিধার তথ্য দিয়ে তৈরি করতে পারবেন ব্যক্তিগত AI শুভেচ্ছা বার্তা, যা সরাসরি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা যাবে।

কুইজ, ট্রেট টেস্ট ও মেইন ভি মোদী

নাগরিকদের আকর্ষণের জন্য থাকছে নানা ডিজিটাল ফিচার—

নমো কুইজ: মোদীর জীবন নিয়ে ১০টি প্রশ্ন, ১০/১০ করলে মিলবে সার্টিফিকেট।

ডিসকভার ইউর মোদী ট্রেট: কয়েকটি প্রশ্নের উত্তর দিয়ে জানা যাবে কোন কোন গুণে মোদীর সঙ্গে মিল রয়েছে।

মেইন ভি মোদী: সেবামূলক কাজের ছবি আপলোড করলে তা যুক্ত হবে একটি ডায়নামিক কোলাজে, যেখানে ফুটে উঠবে প্রধানমন্ত্রী মোদীর প্রতিকৃতি।

নাগরিকদের জন্য থাকছে নমো বুক কালেকশন, যেখানে পাওয়া যাবে মোদীর জীবন ও কাজকে কেন্দ্র করে লেখা বই। পাশাপাশি টি-শার্ট, মগ, ক্যাপসহ নানা নমো মার্চেন্ডাইজ অর্ডার করার সুযোগও থাকছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৫ তম জন্মদিনে শুরু হওয়া সেবা পর্ব ২০২৫ কেবল জন্মদিন উদযাপন নয়, বরং দেশবাসীকে সক্রিয়ভাবে সমাজসেবায় উদ্বুদ্ধ করার এক অনন্য উদ্যোগ। বৃক্ষরোপণ থেকে রক্তদান, স্বচ্ছতা থেকে কুইজ— প্রতিটি অংশই নাগরিকদের জন্য দেবে নতুন অভিজ্ঞতা এবং একসঙ্গে দেশগঠনে অংশ নেওয়ার সুযোগ।