সীমান্ত প্রহরীদের জন্য চালু হতে চলেছে NALSA, কী কী সুবিধা মিলবে এই প্রকল্পে!

দেশের সীমান্তে কর্তব্য পালন করা সেনাদের (Indian Army) প্রতিদিনই নানা কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়। কিন্তু কর্মরত অবস্থায় তাঁদের পক্ষে সম্ভব হয় না পরিবারের পাশে…

Indian Army

দেশের সীমান্তে কর্তব্য পালন করা সেনাদের (Indian Army) প্রতিদিনই নানা কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়। কিন্তু কর্মরত অবস্থায় তাঁদের পক্ষে সম্ভব হয় না পরিবারের পাশে দাঁড়ানো, বিশেষ করে যখন পরিবারের কেউ কোনও আইনি সমস্যায় পড়েন। এর ফলে বহু আইনি মামলা বছরের পর বছর ঝুলে থাকে। এই জটিলতা দূর করতেই ভারতের বিচারব্যবস্থা এক অভিনব পদক্ষেপ নিয়েছে — চালু হয়েছে ‘নালসা বীর পরিবার সহায়তা যোজনা ২০২৫’ (NALSA Veer Parivar Sahayata Yojana 2025)।

শনিবার শ্রীনগরে একটি বিশেষ সম্মেলনে এই প্রকল্পের সূচনা করেন সুপ্রিম কোর্টের বিচারপতি এবং ন্যাশনাল লিগ্যাল সার্ভিসেস অথরিটি (NALSA)-র কার্যকরী চেয়ারম্যান বিচারপতি সূর্য কান্ত। সম্মেলনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল, জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। নতুন এই প্রকল্পের বার্তা হল, ‘আপনি সীমান্তে দেশের সেবা করুন, আমরা আপনার পরিবারের খেয়াল রাখব।’

   

জানা গিয়েছে, ‘অপারেশন সিঁদুর’-এর অভিজ্ঞতার পর বিচারপতি সূর্য কান্ত সেনাদের আত্মত্যাগে প্রভাবিত হয়ে এই প্রকল্পের ভাবনা শুরু করেন। তাঁর লক্ষ্য ছিল, দেশের সুরক্ষায় নিযুক্ত সেনা সদস্যদের পরিবার যেন কোনও আইনি সমস্যায় একা না পড়ে। সেই ভাবনা থেকেই শুরু হয়েছে এই প্রকল্প, যা তিনি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির দায়িত্ব নেওয়ার আগে রূপায়িত করতে চাইছেন।

Advertisements

সীমান্তে বা দুর্গম এলাকায় কর্মরত সেনারা প্রায়শই পারিবারিক সম্পত্তি, জমি বিবাদ বা অন্যান্য আইনি সমস্যা চলাকালীন আদালতে উপস্থিত থাকতে পারেন না। তাঁদের অনুপস্থিতিতেও যাতে মামলাগুলির সঠিক আইনি উপস্থাপন সম্ভব হয়, তা নিশ্চিত করবে NALSA। দেশের যেকোনো আদালতে সেনা পরিবারের হয়ে আইনি সহায়তা ও প্রতিনিধিত্ব করা হবে এই প্রকল্পের মাধ্যমে। এই প্রকল্পের সুবিধাগুলি পাবেন সীমান্তরক্ষী বাহিনী (BSF), কেন্দ্রীয় রিজার্ভ পুলিশবাহিনী (CRPF), ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশ (ITBP)-এর সদস্যরাও।