Plane Accident: পলাতক বর্মী সেনাদের নিতে এসে বিমান দুর্ঘটনা মিজোরামে

মিজোরামের লেংপুই বিমানবন্দরে অবতরণের পর দুর্ঘটনার (Plane Accident) মুখে পড়ল মায়ানমারের এক সামরিক বিমান। বিমানটি ভারত থেকে মায়ানমারের সৈন্যদের দেশে ফিরিয়ে নিয়ে যেতে এসেছিল। বিমানটিতে পাইলট-সহ মোট ১৩ জন ক্রু সদস্য ছিলেন। তাঁদের মধ্যে অন্তত ৮ জন গুরুতর আহত হয়েছেন।

Advertisements

বিমান দুর্ঘটনা। মায়ানমারের সামরিক সরকারের বিমান দুর্ঘটনার কবলে। মিজোরামে পালিয়ে আসা বর্মী সেনাদের ফিরিয়ে নিয়ে যেতে ওই বিমানটি এসেছিল। সেদেশের বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শতাধিক বর্মী সেনা ভারতে পালিয়ে এসেছে। তারা সীমান্তবর্তী মিজোরামে আশ্রিত।

 

Advertisements

মিজোরামের লেংপুই বিমানবন্দরে অবতরণের পর দুর্ঘটনার মুখে পড়ল মায়ানমারের এক সামরিক বিমান। বিমানটি ভারত থেকে মায়ানমারের সৈন্যদের দেশে ফিরিয়ে নিয়ে যেতে এসেছিল। বিমানটিতে পাইলট-সহ মোট ১৩ জন ক্রু সদস্য ছিলেন। তাঁদের মধ্যে অন্তত ৮ জন গুরুতর আহত হয়েছেন।

সম্প্রতি মায়ানমারে বিদ্রোহীদের তীব্র আক্রমণের মুখে পড়ে, মায়ানমার সেনাবাহিনীর সদস্যরা ভারতে অনুপ্রবেশ করছে। মণিপুর, মিজোরাম-সহ সীমান্তবর্তী রাজ্যগুলিতে আশ্রয় নিচ্ছে। এর মধ্যে মায়ানমার সেনার ১৮৪ জন সদস্যকে দেশে ফিরিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে ভারত। তারই অংশ হিসেবে এই সেনাদের নিয়ে যাচ্ছিল মায়ানমার।

সেনারা আরাকান আর্মির জঙ্গিদের থেকে বাঁচতে পালিয়ে মিজোরামের লংটলাই জেলায় পালিয়ে এসেছিল।বিদেশ মন্ত্রক এবং মায়ানমারের সামরিক জুন্টার মধ্যে আলোচনার পর অস্ত্রসহ দুটি ব্যাচে এই সৈন্যদের সরিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।