হায়দরাবাদ: মধ্যপ্রদেশের পর হায়দরাবাদ, নবরাত্রির ডান্ডিয়া (Dandiya)-গরবা (Garba) অনুষ্ঠানে পরিচয় গোপন করে ঢোকায় ফের একবার গণপিটুনির শিকার মুসলিম (Muslim) যুবক। অষ্টমীর রাতে হায়দরাবাদের পাঞ্জাগুট্টা থানা এলাকার রাজ বভন চিলার কাছে ‘দ্য পার্ক’ নামক একটি হোটেলে বন্ধুদের সঙ্গে ডান্ডিয়া (Dandiya) নাচে অংশ নিতে ঢুকে পড়েন নেহান আলি খান (২৫) নামক এক যুবক।
এরপর কিছু অপরিচিত ব্যক্তি এসে নাম জিজ্ঞেস করায় নিজের নাম বলে দেন নেহান। এরপরেই প্রায় ৫-৬ জন মিলে ঘিরে ফেলে তাঁকে এলোপাথাড়ি প্রহার করতে থাকেন বলে অভিযোগ। হামলাকারীদের কাছ থেকে কোনোক্রমে প্রাণ বাঁচিয়ে পাঞ্জাগুট্টা থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন ওই যুবক।
পুলিশ সূত্রে খবর, “ডান্ডিয়া (Dandiya)অনুষ্ঠানে প্রবেশের অপরাধে লক্ষণ, দীপক, ভরত এবং চন্দ্র কান্ত, চারজনের নামে ভারতীয় ন্যায় সংহিতার ৮৯(২), ৩২৯(৪), ১১৫(২) এবং ৩(৫) ধারায় অভিযোগ দায়ের করেছেন নেহান আলি খান।” আক্রমণকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের আর্জি জানিয়েছেন তিনি।
আধার কার্ড দেখিয়ে গরবা-ডান্ডিয়ায় প্রবেশের নির্দেশ VHP-র
প্রসঙ্গত, নবরাত্রি (Navratri) শুরুর আগেই গরবা এবং ডান্ডিয়া অনুষ্ঠানে আধার কার্ড দেখিয়ে মাথায় তিলক লাগিয়ে “কেবলমাত্র হিন্দুদের প্রবেশাধিকার”-এর নির্দেশ দিয়ে বিতর্কের ঝড় তোলে বিশ্ব হিন্দু পরিষদ (VHP)। গরবা, ডান্ডিয়া কেবলমাত্র একটি আনন্দানুষ্ঠান নয়, বরং দেবীর আরাধনার একটি অঙ্গ। তাই দেবী দুর্গায় যারা বিশ্বাসী নন, তাঁদের এই অনুষ্ঠানে প্রবেশাধিকার বন্ধ করে দেয় বিশ্ব হিন্দু পরিষদ। যদিও, হায়দরাবাদের ডান্ডিয়া অনুষ্ঠানের আয়জকরা আগত অতিথিদের আধার কার্ড দেখেই প্রবেশ করাচ্ছিলেন কিনা, তা জানা যায়নি।
মধ্যপ্রদেশেও গণপ্রহারের শিকার হন কাশ্মীরি যুবক
উল্লেখ্য, নবরাত্রির তৃতীয় দিন মধ্যপ্রদেশেও একই ধরণের ঘটনা ঘটে। এক কাশ্মীরি যুবক নাম ভাঁড়িয়ে সাগর শহরের যুগান্তক গরবা (Garba) প্যান্ডেলে ঢুকে পড়েন মোহাম্মদ আফতাব হুসেন নামক কাশ্মীরি যুবক। স্থানীয়দের কাছে পরিচয় ফাঁস হতেই গণপিটুনির শিকার হন ওই যুবকও।