HomeBharatগেরুয়া রাজ্যে মুসলিম যুবকের উপর পাশবিক অত্যাচার! খুঁটিতে বেঁধে গায়ে আগুন!

গেরুয়া রাজ্যে মুসলিম যুবকের উপর পাশবিক অত্যাচার! খুঁটিতে বেঁধে গায়ে আগুন!

- Advertisement -

লখনউ: জুম্মাবারের নামাজের (Friday Prayers) পর ২০ বছরের এক মুসলিম (Muslim) যুবকের উপর পাশবিক অত্যাচার। ঘটনাস্থল উত্তরপ্রদেশের (Uttarpradesh) বাদাউন জেলা। পুলিশ সূত্রে খবর, নির্যাতিত যুবকের নাম মেহবুব (২০)। বাদাউন জেলার ইসলামনগর পঞ্চায়েত এলাকায় বৃহস্পতিবার জুম্মার নামাজ (Friday Prayers) পড়া নিয়ে মেহবুব সহ স্থানীয় আরও তিনজনের সঙ্গে কিছু মানুষের বাদানুবাদ হয়।

তবে মসজিদের ইমামের মধ্যস্থতায় কালকের মত সমস্যার নিষ্পত্তি হয় এবং শুক্রবার সকালে সাহস্বান রোডের একটি মসজিদে জুম্মার নামাজ পড়তে যান মেহবুব। অভিযোগ, নামাজ পড়ে মসজিদ থেকে বেরনোর সময় তাঁকে কয়েকজন ঘিরে ধরে। আরও একপ্রস্থ বাদানুবাদের পর মেহবুবকে ধরে খুঁটিতে বেঁধে তাঁর গায়ে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেওয়া হয়।

   

আগুনে দড়ি পুড়ে আলগা হয়ে গেলে কোনোক্রমে প্রাণে বেঁচে বাড়ি ফেরেন মেহবুব। কিন্তু গুরুতর আহত অবস্থায় মেহেবুবকে রুদায়ন এলাকার কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় তাঁর পরিবার। অবস্থা গুরুতর বুঝে সেখানকার চিকিৎসকরা তাঁকে আলীগড়ের হাসপাতালে পাঠিয়ে দেন। মেহেবুবের দেহের একাধিক অংশ গুরুতরভাবে পুড়ে গিয়েছে। তবে বর্তমানে তিনি বিপদের বাইরে, বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সুপার (গ্রামীণ) হরদেশ কাঠেরিয়া জানিয়েছেন, পুলিশ রাজ্যের জরুরি হেল্পলাইন, ইউপি-১১২-এর মাধ্যমে ঘটনাটি সম্পর্কে তথ্য পায়। তবে পুলিশ জানিয়েছে, একটি পেট্রোল পাম্পের সিসিটিভি ফুটেজ উদ্ধার হয়েছে। যেখানে দেখা যাচ্ছে ঘটনার কিছুক্ষণ আগে মেহবুব নিজেই পেট্রোল কিনছেন। কর্মকর্তারা বলছেন যে এর ফলে তারা “সকল সম্ভাব্য দৃষ্টিকোণ থেকে” মামলাটি তদন্ত শুরু করেছেন। এসপি কাঠেরিয়া বলেন, “তদন্ত চলছে এবং সমস্ত সংস্করণ যাচাই করা হচ্ছে।”

- Advertisement -
Devi Bhattacharya
Devi Bhattacharyahttps://kolkata24x7.in/
প্রশ্ন করতে, খুঁটিয়ে জানতে এবং উত্তর খুঁজতে ভালোবাসি। খবর অনুসন্ধান, ঘটনার অন্তরালের কারণ বিশ্লেষণ এবং সেগুলোকে শব্দে বুনে তোলার চেষ্টা করি। স্বচ্ছ, নির্ভীক ও নিরপেক্ষ সাংবাদিকতা করার লক্ষ্য নিয়ে গত ৪ বছর ধরে এই প্রফেশনে যুক্ত আছি। এছাড়াও আবৃত্তি করতে, ভ্রমণ এবং সেই ভ্রমণকাহিনি লিখতে ভালোবাসি।
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular