পাটনা: হিন্দু পরিবারের ভোটার তালিকায় কিভাবে থাকে মুসলিম নাম? নির্বাচন আবহে এরকমই ঘটনা সামনে এসেছে বিহারের মুজফফর জেলার সাকরা বিধানসভা কেন্দ্রের কাটেসার পঞ্চায়েতের মোহনপুর গ্রামের। গ্রামের ৬ নম্বর ওয়ার্ডে মূলত হিন্দু পরিবারের বাস। কিন্তু নির্বাচনের আগে বিহারের ভোটার তালিকায় নিবিড় সংশোধনের আবহে একাধিক হিন্দু পরিবারের ভোটারের নামের তালিকায় মুসলিম নাম থাকার অভিযোগ জানিয়েছেন গ্রামবাসীরা।
এমনকি যেসব বাড়িতে বহু বছর ধরে কারও বাস নেই, সেখানেও মুসলিম নাম ঢকানো হয়েছে বলে অভিযোগ। ৬ নম্বর ওয়ার্ডের ৩৬,৩৭,৩৮ নম্বর বাড়িতে মোট ১৫ জন ‘অদৃশ্য’ মুসলিম ভোটারের নাম নথিভুক্ত করা হয়েছে। কিন্তু এলাকাবাসী জানাচ্ছেন, ওই বাড়ি গুলোতে কোনও মুসলিম থাকেনই না। এই ঘটনা নিছকই টেকনিক্যাল ভুল নয়, বরং এর পেছনে বড় ষড়যন্ত্রের আভাস পাচ্ছেন গ্রামবাসীরা।
মোহনপুর গ্রামের ৬ নং ওয়ার্ডের ৩০ নম্বর বাড়ির বাসিন্দা কামেশ্বর ঠাকুর বলেন, “আমার পরিবারে মোট ৬ জন সদস্য রয়েছে। কিন্তু বর্তমানে আমার বাড়ির নামের তালিকায় রোশন খাতুন এবং তাঁর স্বামী মহম্মদ শাবিরের নাম যুক্ত করা হয়েছে। অথচ এই গ্রামে কোনও মুসলিম পরিবার নেই।” অন্যদিকে, কামেশ্বরের ভাই উমেশ ঠাকুরের বাড়িতে বিগত বেশ কয়েক বছর ধরে কেউ থাকেন না। সেই বাড়ির ভোটার তালিকায় ১১ টি মুসলিম নাম নথিভুক্ত করা হয়েছে।
৫৪ নম্বর বাড়ির বাসিন্দা পবন ঠাকুরের বাড়িতে তিনিই একমাত্র সদস্য। তবে ভোটার তালিকায় ওই বাড়ির ঠিকানায় ৮ টি মুসলিম নাম নথিভুক্ত করা হয়েছে। পবন ঠাকুর বলেন, “আমি গতকালই জানতে পেরেছি যে আমার বাড়ির ঠিকানায় ৮ টি মুসলিম নাম ভোটার তালিকায় নথিভুক্ত করা হয়েছে। এটা ষড়যন্ত্র ছাড়া আর কিছুই না”। এইভাবে হিন্দুদের বাড়ির ঠিকানায় ‘অদৃশ্য’ মুসলিম ভোটার কিভাবে এল? জিজ্ঞেস করা হলে কোনও উত্তর দিতে চাননি বিএলও রেণু কুমারি। অন্যদিকে, উচ্চপদস্থ নির্বাচন আধিকারিকরা বিষয়টির তদন্ত করবেন বলে জানিয়েছেন।