BJP-র জন্য মুসলিম ব্যক্তির মুখে ‘রামের কসম’!—তোলপাড় সোশ্যাল মিডিয়া!

Indo-Bangladesh Border Protested by BJP Over Atrocities on Hindus in Bangladesh
Indo-Bangladesh Border Protested by BJP Over Atrocities on Hindus in Bangladesh

কলকাতা: তৃণমূলের ‘অপশাসন’ থেকে বাংলাকে রক্ষা করতে সুর চড়িয়ে আসছে বিজেপি (BJP)। শুধু তাই নয়, ‘সংখ্যালঘু’ ভোটব্যাংক সুরক্ষিত রাখতে ভোটার তালিকায় বিশেষ সংশোধনেরও বিরোধিতা করছে তৃণমূল বলে কটাক্ষ করেছে গেরুয়া শিবির। এবার এক মুসলিম (Muslim) ব্যক্তির ‘রামের কসম’ দিয়ে বিজেপির জন্য ভোট চাওয়ার ভিডিও এক্সে শেয়ার করলেন বিজেপির আইটী সেলের প্রধান অমিত মালব্য (Amit Malviya)।

ভিডিওতে দেখা যাচ্ছে, শাহ আলম নামক ওই ব্যক্তি সম্ভবত কনন স্থানীয় বিজেপি নেতা। বিজেপির (BJP) একটি মিছিলে জোড় গলায় তিনি বলছেন, হিন্দু ভাইদের বলছি, রামের কসম, মহাভারতের কসম, ভারত মাতার কসম, আপনারা বিজেপিকে ভোট দিন।”

   

https://x.com/amitmalviya/status/1984231084880744614

“আপনারা ২০২৬-এ ভোটে জিতিয়ে বিজেপিকে নিয়ে আসুন একে (মমতা বন্দ্যোপাধ্যায়)-কে তাড়ান! আমরা থাকতে পারছি না। দু-নম্বরি পয়সা খোর তৃণমূল! কারও যদি দু-নম্বরি কাজ করার ইচ্ছা থাকে তাহলে পশ্চিমবঙ্গে চলে আসুন। এখানে দু-নম্বরি কাজ করা খুব সহজ”।

ওই ব্যক্তির বিস্ফোরক বপক্তব্যের ভিডিও এক্সে শেয়ার করে অমিত মালব্য লেখেন, “একজন মুসলিম ব্যক্তি বাঙালি হিন্দুদের কাছে আবেদন জানাচ্ছেন —পশ্চিমবঙ্গকে বাঁচাতে এবং তৃণমূলের দুঃশাসন থেকে মুক্ত করতে ২০২৬ সালে বিজেপিকে ভোট দিন।”

মালব্য (Amit Malviya) আরও লেখেন, “তিনি বলছেন কীভাবে বাংলা অপরাধীদের মুক্তাঞ্চলে পরিণত হয়েছে। যেখানে প্রতিদিন তৃণমূল সরকারের অধীনে দুর্নীতি এবং অনাচার বৃদ্ধি পাচ্ছে।” এরপর মালব্য লেখেন, “একজন সাধারণ নাগরিকের ধর্মের ঊর্ধে গিয়ে এই আর্জিই প্রমাণ করছে, রাজ্যের রাজনীতিতে পচন কতটা গভীরে ছড়িয়ে পড়েছে!”

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন