মুম্বইয়ের পোয়াইয়ে রুদ্ধশ্বাস নাটক। অডিশনের আড়ালে প্রায় ১৭ জন শিশুকে পণবন্দি করলেন নাগপুরের স্কুলশিক্ষক রোহিত আর্যা। ৯০-এরও বেশি শিশুকে ছেড়ে দিয়ে বাকিদের স্টুডিওর ভেতরে আটকে রেখে ‘অডিশন ফাঁদে’ ভয়ঙ্কর মানসিক চাপের পরিস্থিতি তৈরি করেন তিনি। শেষে পুলিশের তৎপরতায় আহত অবস্থায় ধরা পড়ে অভিযুক্ত। উদ্ধার করা হয় সমস্ত শিশু ও পণবন্দিদের-নিরাপদ ও অক্ষত অবস্থায়।
ঘটনা ঘটেছে মুম্বইয়ের পোয়াইয়ের আরএ স্টুডিওয়। সূত্র অনুযায়ী, রোহিত আর্যা নিজেকে “ওয়েব সিরিজের কাস্টিং ডিরেক্টর” পরিচয় দিয়ে একাধিক শিশুকে অডিশনের নাম করে ডেকে আনে। প্রায় ১০০ জন শিশু অডিশনে অংশ নিতে এসেছিল। প্রথমে ৮৩ জনকে ছেড়ে দেয় সে, এরপর বাকি ১৭ জনকে বন্দি করে রাখে স্টুডিওর গ্রাউন্ড ও প্রথম তলায়।
বিকেল নাগাদ বাইরে থেকে দেখা যায়, শিশুরা জানালা দিয়ে হাত নেড়ে সাহায্য চাইছে। আতঙ্কে ভেঙে পড়েন অভিভাবকেরা। মুহূর্তেই ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশবাহিনী। ঘণ্টাখানেক ধরে চলে আলোচনার চেষ্টা, কিন্তু ব্যর্থ হলে পুলিশ অভিযান শুরু করে বাথরুমের দিক থেকে প্রবেশ করে। অভিযুক্তকে লক্ষ্য করে গুলি চালায় তারা। রোহিত আহত অবস্থায় ধরা পড়ে।
পুলিশের হাতে ধরা পড়ার আগে রোহিত নিজের এক ভিডিও রেকর্ড করে বলেছিল, “আমি আত্মহত্যা করব না। বরং কিছু প্রশ্নের উত্তর চাই। আমার কোনও অশুভ উদ্দেশ্য নেই, টাকার দাবিও নেই। আমি শুধু কথা বলতে চাই।”
ঘটনাস্থল থেকে একটি এয়ারগান ও কিছু সন্দেহজনক রাসায়নিক পদার্থ উদ্ধার হয়েছে, যা পাঠানো হয়েছে ফরেনসিক পরীক্ষার জন্য। পুলিশের দ্রুত পদক্ষেপে কোনও শিশুর প্রাণহানি ঘটেনি, তবে ঘটনাটি গোটা শহরে আতঙ্ক ছড়িয়ে দিয়েছে।


