Nupur Sharma: হজরত মহম্মদের সমালোচনায় বিতর্ক, নূপুর শর্মাকে হাজিরার নির্দেশ

হজরত মহম্মদকে নিয়ে একটি ‘সমালোচনামূলক’ মন্তব্য করায় প্রবল বিতর্কে হিন্দুত্ববাদী নেত্রী নূপুর শর্মা। তাঁকে বিজেপি সাসপেন্ড করেছে। এবার নূপুরকে (Nupur Sharma) জিজ্ঞাসাবাদের জন্য পুলিশি তলব…

হজরত মহম্মদকে নিয়ে একটি ‘সমালোচনামূলক’ মন্তব্য করায় প্রবল বিতর্কে হিন্দুত্ববাদী নেত্রী নূপুর শর্মা। তাঁকে বিজেপি সাসপেন্ড করেছে। এবার নূপুরকে (Nupur Sharma) জিজ্ঞাসাবাদের জন্য পুলিশি তলব এলো। তাঁকে ডেকে পাঠাল মুম্বই পুলিশ।

Advertisements

যদিও নূপুর শর্মার দাবি, তিনি হজরত মহম্মদ সম্পর্কে কোনও কটূবাক্য বলেননি। কোনও সমালোচনা করেননি। পয়গম্বরকে নিয়ে একটি ঐতিহাসিক তথ্য বলেছিলেন। নূপুর জানান, এ বিষয়ে তিনি যে কোনও ইসলাম বিশেষজ্ঞের সঙ্গে আলোচনায় প্রস্তুত। তবে টিভি চ্যানেলে তিনি যেভাবে মন্তব্য করেছেন তা কটাক্ষজনক বলে মনে করা হচ্ছে।

   

নূপুরের মন্তব্য ঘিরেই বিতর্ক। আন্তর্জাতিকস্তরে মুসলিম দেশগুলি প্রতিবাদ জানানোর পর দেশজুড়ে চলে বিক্ষোভ। প্রতিবাদের নামে হিংসাত্মক আন্দোলনে বিতর্ক আরও তুঙ্গে।

Internet closed in Howrah,

দিল্লি পুলিশের তরফে নূপুর শর্মার বিভিন্ন এফআইআর দায়ের করা হয়েছে। ভারতীয় দন্ডবিধির ২৯৫ ধারায় ধর্মীয় অনুভূতিতে আঘাত করা। ১৫৩ ধারায় শত্রুতার প্রচার করার মতো  অভিযোগ দায়ের করা হয়।

তবে মুম্বই পুলিশের তরফে নূপুর কে পুুলিশি তলব নেহাতই শিবসেনা বনাম বিজেপি দ্বন্দ্ব বলে মনে করা হচ্ছে। আগামী ২৫ জুন মুম্বইয়ের পাইধনি থানায় নূপুর শর্মাকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। রেকর্ড করা হবে তাঁর বয়ান।