বাতিল একাধিক লোকাল ট্রেন, সমস্যায় লক্ষ লক্ষ যাত্রী

রেল যাত্রীদের সমস্যা যেন মিটতেই চাইছে না। সে কলকাতা হোক কিংবা মুম্বাই, সাধারণ মানুষের লাইফলাইন হল লোকাল ট্রেন। আর এই লোকাল ট্রেনই যদি বাতিল করে…

Canning Local Train Accident Disrupts Services, Operations Halted for 40 Minutes

রেল যাত্রীদের সমস্যা যেন মিটতেই চাইছে না। সে কলকাতা হোক কিংবা মুম্বাই, সাধারণ মানুষের লাইফলাইন হল লোকাল ট্রেন। আর এই লোকাল ট্রেনই যদি বাতিল করে দেওয়া হয় তাহলে তো সমস্যারই শেষ থাকে না। আজও তার ব্যতিক্রম ঘটল না। আজ রবিবার ছুটির দিন বহু ট্রেন বাতিল (Train Cancelled) করে দিল রেল।

একদিকে যখন দেশের বৃষ্টি থেকে অনেকে স্বস্তি পেয়েছেন, আবার অনেক রাজ্যে এই বৃষ্টি বিপর্যয় ডেকে এনেছে। এদিকে, বৃষ্টির প্রভাব পড়েছে মুম্বই সংলগ্ন মহারাষ্ট্রের লোকাল ট্রেন পরিষেবার ওপর। বাতিল করে দেওয়া হয়েছে বহু ট্রেন। যে কারণে সমস্যায় পড়েছেন লক্ষ লক্ষ রেল যাত্রী। জানা গিয়েছে, লাগাতার ভারী বৃষ্টিপাত ও গাছ পড়ার কারণে মুম্বাই সংলগ্ন মহারাষ্ট্রের থানে জেলার কাসারা এবং তিতওয়ালা স্টেশনের মধ্যে লোকাল ট্রেন পরিষেবা আজ সকাল থেকে স্থগিত করা হয়েছে। মধ্য রেলের তরফে এমনটাই জানানো হয়েছে।

   

আজ সকাল সাড়ে ৬টা নাগাদ ভারী বৃষ্টির কারণে আটগাঁও ও থানসিট স্টেশনের মধ্যবর্তী রেললাইনে কাদা জমে যায়। শুধু তাই নয়, ভাসিন্দ স্টেশনের কাছে একটি গাছ পড়ে রেলপথ অবরুদ্ধ হয়ে যায়, যার ফলে কল্যাণ-কাসারা রুটের ব্যস্ত রেল চলাচল ব্যাহত হয়। এরপরই রেলপথকে অনিরাপদ ঘোষণা করা হয়। সেন্ট্রাল রেলওয়ের এক আধিকারিক জানিয়েছেন, মেরামতির কাজ চলছে এবং যত তাড়াতাড়ি সম্ভব রেললাইন সরানোর চেষ্টা করা হচ্ছে। মধ্য রেলের আরেক মুখপাত্র জানিয়েছেন, ভাসিন্দের কাছে একটি ওভারহেড ইকুইপমেন্ট (ওএইচই) খুঁটি বেঁকে যায় এবং ট্রেনের প্যান্টোগ্রাফ আটকে যায়।

Advertisements

এই মধ্য রেলের নেটওয়ার্কে প্রতিদিন ৩০ লাখের বেশি যাত্রী যাতায়াত করেন। এর আগে দিল্লিতে মুষলধারে বৃষ্টিতে হরিয়ানার রেল যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়েছিল। এর জেরে দিল্লি ও নয়াদিল্লি রেল স্টেশন থেকে আসা দু’ডজনেরও বেশি ট্রেন দিল্লি-আম্বালা রেললাইন সহ অন্যান্য রুটে বিঘ্নিত হয়।