CNG-র অভাবে থমকে গেল মুম্বইয়ের অটোরিকশা, ট্যাক্সি ও বাস সার্ভিস

Mumbai CNG Supply Disrupted, Public Transport Services Hit Temporarily

মুম্বই (Mumbai) শহরের পরিবহন ব‌্যবস্থা বর্তমানে বড় ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি। শহরে CNG (Compressed Natural Gas) সরবরাহ হঠাৎ বন্ধ হয়ে যাওয়ায় বাস, অটোরিকশা ও ট্যাক্সি পরিষেবায় বড় ধরনের সমস্যা তৈরি হয়েছে। মহানগর গ্যাস লিমিটেড (MGL)-এর সূত্রে জানা গিয়েছে, মুম্বইয়ের বিভিন্ন অঞ্চলে CNG সরবরাহ আপাতত স্থগিত রাখা হয়েছে। এই সমস্যার মূল কারণ হল গেইল (GAIL – Gas Authority of India) কর্তৃপক্ষের গ্যাস পাইপ লাইনে ফাটল দেখা দেওয়া। বিশেষ করে RCF (Rashtriya Chemicals and Fertiliser) ক্যাম্পাসের পাইপলাইনে ফাটল ধরা পড়ায় পরিস্থিতি জটিল হয়ে উঠেছে।

Advertisements

cng সরবরাহ বন্ধ হওয়ার ফলে মুম্বই শহরের গণপরিবহণ পরিষেবাগুলো তৎপরভাবে প্রভাবিত হয়েছে। বিশেষ করে বাস সার্ভিসগুলোতে যাত্রী সেবার ক্ষেত্রে সমস্যার সৃষ্টি হয়েছে। যাত্রীদের দৈনন্দিন যাতায়াত ব্যাহত হওয়ার কারণে শহরের বিভিন্ন অংশে বড় ধরনের যানজটের সৃষ্টি হয়েছে। অটোরিকশা ও ট্যাক্সি সার্ভিসেও সরবরাহের ঘাটতির কারণে চলাচল সীমিত হয়েছে। পরিবহন শ্রমিকরা জানান, সাধারণত তারা প্রতিদিন CNG ব্যবহার করে চলাচল করেন, কিন্তু বর্তমানে বিকল্প জ্বালানির ব্যাবস্থা না থাকায় বাধার মুখে পড়েছেন।

   

মুম্বই শহরের ওয়াডালার সিটি গেট স্টেশন (CGS – City Gate Station) বর্তমানে সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে। এই স্টেশন থেকেই শহরের বিভিন্ন এলাকায় CNG সরবরাহ করা হতো। পাইপলাইনের ফাটলের কারণে এই গুরুত্বপূর্ণ স্টেশন থেকে গ্যাস সরবরাহ সম্পূর্ণভাবে বন্ধ থাকায় শহরের বিভিন্ন অংশে সরবরাহ ব্যাহত হয়েছে। MGL সূত্রের খবর অনুযায়ী, তারা ইতিমধ্যেই সমস্যার সমাধানের জন্য প্রাথমিক পদক্ষেপ নিয়েছে এবং দ্রুত সমস্যার সমাধান করার চেষ্টা চলছে

বিশ্লেষকরা বলছেন, মুম্বইয়ের এই ধরনের পরিস্থিতি নগর পরিবহণ ও শহরের দৈনন্দিন জীবনের জন্য বড় ধরনের প্রভাব ফেলে। বিশেষ করে যাত্রীরা যেসব এলাকায় CNG-চালিত অটোরিকশা ও ট্যাক্সি ব্যবহার করেন, তারা এখন বিঘ্নিত অবস্থার মুখোমুখি। বাস পরিষেবার ক্ষেত্রে, যাত্রী সংখ্যা হ্রাস পাওয়ার পাশাপাশি যাত্রী পরিবহনেও বিলম্ব হচ্ছে। ফলে যাত্রীদের অনেককে বিকল্প পরিবহন ব্যবহার করতে হচ্ছে, যা শহরের ট্রাফিকের ওপর আরও চাপ সৃষ্টি করছে। পরিবহন সংস্থা ও শ্রমিক সংগঠনগুলোও এই পরিস্থিতিতে তাদের উদ্বেগ প্রকাশ করেছে। তারা আশা করছেন, যত দ্রুত সম্ভব পাইপলাইন মেরামত সম্পন্ন হবে এবং CNG সরবরাহ স্বাভাবিক হবে। MGL জানিয়েছে, তারা প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করছে যাতে পুনরায় কোনো দুর্ঘটনা না ঘটে। পাইপলাইনের ফাটল মেরামতের কাজ দ্রুত সম্পন্ন করার জন্য বিশেষ টিম কাজ করছে।

Advertisements