চার বছরের ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগ! গ্রেফতার স্কুলকর্মী

মুম্বই: মুম্বইয়ের গোরেগাঁওয়ের স্কুলে চরম নিন্দনীয় ঘটনা। অভিযোগ, স্কুলের মধ্যেই চার বছরের এক ছাত্রীকে যৌন হেনস্থা করেছেন এক মহিলা কর্মী। শিশুটির পরিবার জানিয়েছে, ১৫ সেপ্টেম্বর…

Mumbai child assault

মুম্বই: মুম্বইয়ের গোরেগাঁওয়ের স্কুলে চরম নিন্দনীয় ঘটনা। অভিযোগ, স্কুলের মধ্যেই চার বছরের এক ছাত্রীকে যৌন হেনস্থা করেছেন এক মহিলা কর্মী। শিশুটির পরিবার জানিয়েছে, ১৫ সেপ্টেম্বর সকালে দিদিমা তাকে স্কুলে পৌঁছে দেন। কিন্তু ফেরার পর মেয়েটি ব্যথার অভিযোগ তোলে। চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার পর হেনস্থার ইঙ্গিত মেলে।

Advertisements

পসকো আইনে মামলা রুজু

পরিবার স্কুল কর্তৃপক্ষকে জানিয়ে সরাসরি থানায় অভিযোগ দায়ের করে। সেই ভিত্তিতে গোরেগাঁও পুলিশ পকসো আইনে মামলা রুজু করে৷ ৪০ বছর বয়সি ওই মহিলা কর্মীকে গ্রেফতার করা হয়েছে। তিনি দীর্ঘদিন ধরে ওই স্কুলে কাজ করছিলেন। অভিযোগ, শৌচাগারে নিয়ে গিয়ে শিশুটিকে অশালীনভাবে স্পর্শ করেছিলেন তিনি। ঘটনার তদন্তে পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে। পাশাপাশি স্কুলের আরও কয়েকজন কর্মীকেও ডেকে পাঠানো হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য।

বিজ্ঞাপন

কাকদ্বীপ: প্রধানশিক্ষককে মারধর, গ্রেফতার তৃণমূল পঞ্চায়েত সদস্য Mumbai child assault

অন্যদিকে, দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপে স্কুলের ভেতরেই ঘটে আরেক ঘটনা। ভ্রমণের টাকা নিয়ে বিবাদকে কেন্দ্র করে স্কুলের ভারপ্রাপ্ত প্রধানশিক্ষক মিলনকান্তি পালকে মারধর করেন তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্য ত্রিদিব বারুই। তিনি আবার স্কুলের পরিচালন সমিতির সভাপতি বলেও জানা গিয়েছে।

মঙ্গলবার বিরেন্দ্র বিদ্যালয়ে ঘটে ঘটনাটি। প্রকাশ্যে, ছাত্রছাত্রীদের সামনেই প্রধানশিক্ষকের গলায় চেপে ধরে টেনে হিঁচড়ে নিয়ে যান বারুই। সেই দৃশ্য ক্যামেরায় ধরা পড়ে এবং মুহূর্তে ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। তবে অভিযোগ, অফিসকক্ষের ভেতরের সিসিটিভি ফুটেজ মুছে ফেলা হয়েছে।

পুলিশ বুধবারই বারুইকে গ্রেফতার করেছে। ঘটনাটি ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।