স্বাধীনতা দিবসেও অব্যাহত রেল-বিপত্তি! চলন্ত দোতলা ট্রেনের কামরা খুলে দুভাগ

রেল দুর্ঘটনা যেন থামার নাম নেই। স্বাধীনতার দিনই বরাত জোরে বেঁচে গেল আমেদাবাদ-মুম্বাই ডবল ডেকার এক্সপ্রেস (Indian Railway)। বৃহস্পতিবার গুজরাতের ভদোদরা স্টেশনের কাছে গোথানগাম ইয়ার্ডে…

Mumbai Ahnmedabad Double decker train incident.

রেল দুর্ঘটনা যেন থামার নাম নেই। স্বাধীনতার দিনই বরাত জোরে বেঁচে গেল আমেদাবাদ-মুম্বাই ডবল ডেকার এক্সপ্রেস (Indian Railway)। বৃহস্পতিবার গুজরাতের ভদোদরা স্টেশনের কাছে গোথানগাম ইয়ার্ডে দোতলা ট্রেনটির থেকে দু’টি কামরা পৃথক হয়ে যায়। চলন্ত ট্রেন থেকে আলাদা হয়ে যায় বাতানুকুল এসি- ০৭ ও ০৮ কামরা। বড়সড় অঘটন এড়ানো গেলেও, ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা।

আর জি করে রাতের ‘রণক্ষেত্রে’ দাঁড়িয়ে মিডিয়াকেই তুলোধোনা কমিশনারের!

   

তবে কী কারণে এই দুর্ঘটনা তা খতিয়ে দেখতে শুরু করেছে পশ্চিম রেল (Indian Railway)। ট্রেনের কামরার মধ্যবর্তী কপলার খুলেই এই বিপত্তি হয় বলেই মনে করা হচ্ছে। এদিন সকাল ৮টা ৫০ মিনিটে ঘটনাটি ঘটে। কপলার খুলে যাওয়ায় মাঝপথেই বিনপাকে পড়তে হয় যাত্রীদের।

ইউরোপ থেকেই এবার ইউনূসের সরকারকে উল্টে দেওয়ার চক্রান্ত

পরে রেল চালক ও রেলকর্মীদের তত্পরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে ঘটনায় কারও প্রাণহানি না হওয়ায় বড়সড় দূর্ঘটনার হাত থেকে বহু যাত্রী রক্ষা পেল বলেই মনে করা হচ্ছে।

বাংলাদেশে হিন্দুদের নিরাপত্তা নিয়ে চিন্তিত ভারত, লালকেল্লায় দাবি মোদীর

সম্প্রতি শিলিগুড়িতে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস (Kanchanjangha Express) সহ আরও বেশকিছু রেল দূর্ঘটনা হওয়ায় রেল নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে। যারফলে বেকায়দায় পড়তে হয় কেন্দ্রকে। রেল দুর্ঘটনা নিয়ে রেল মন্ত্রীর ইস্তফা চেয়ে চেপে ধরে কংগ্রেসসহ বিরোধীরা। কিন্তু সেই সবে কান না দিয়ে রেল নিরাপত্তার আশ্বাস দিয়েছিল রেলমন্ত্রক। কিন্তু তারপরও এদিন ফের এই বিপত্তি হওয়ায় স্বাভাবিকভাবেই আবারও প্রশ্নের মুখে পড়েছে রেল নিরাপত্তার (Indian Railway) বিষয়টি।