মণিপুর (Manipur Violence) আবার রক্তাক্ত। ইম্ফল পূর্ব এবং কাংপোকপি জেলার মধ্যে সংলগ্ন এলাকার কাছাকাছি দুটি ভিন্ন স্থানে বন্দুকযুদ্ধের দুটি ঘটনায় একাধিক গুলিবিদ্ধ। আসছে মৃত্যুর খবর।
শনিবার ভোর সাড়ে ৫টা থেকে গোলাগুলির ঘটনা ঘটে এবং চলে সাড়ে ৭টা পর্যন্ত। বন্দুকযুদ্ধে একজন মারা গেলেও অপর চারজন আহত হয়েছে বলে জানা গেছে। জানা গেছে, খামেনলোক এলাকার কাছে সাতং মলসাং-এ প্রথম গোলাগুলির ঘটনা ঘটে। আহতদের সবাইকে ইম্ফলের শিজা হাসপাতাল, রিমস এবং রাজ মেডিসিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ইম্ফল পূর্ব এবং কাংপোকপি জেলার মধ্যে সংলগ্ন অঞ্চলে বন্দুকযুদ্ধের আরেকটি ঘটনা জানা গেছে।তবে দ্বিতীয় দফা বন্দুকযুদ্ধের বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। দ্বিতীয় বন্দুকযুদ্ধ বিকেলে হয়। ইম্ফল পূর্ব এবং কাংপোকপি জেলার সংলগ্ন অঞ্চলে যে দুটি বন্দুকযুদ্ধ ঘটেছে। মনে করা হচ্ছে মেইতেই ও কুকি দুটি গোষ্ঠীর মধ্যে নতুন করে সংঘর্ষ ছড়াল। এই দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে গতবছর বারবার রক্তাক্ত হয়েছে বিজেপি শাসিত মণিপুর। শতাধিক নিহত হন। এরপর গত কয়েক মাস ধরে জঙ্গি হামলা চলে।
নতুন বছ শুরুর দিকে হামলার দুটি ঘটনায় চারজন নিহত হওয়ার পর থেকে মণিপুরের পরিস্থিতি ফের গরম। এ রাজ্য থেকে ন্যায় যাত্রা শুরু করার পর কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী নাগাল্যান্ডে ঢুকে বলেছিলেন মণিপুরে গৃহযুদ্ধ পরিস্থিতি। তাঁর মন্তব্যে বিজেপি ও কংগ্রেসের বাকযুদ্ধ চলেছিল। বিজেপি শাসিত মণিপুরে বিরোধী দল কংগ্রেস।
গত ১৮ জানুয়ারি বিষ্ণুপুর জেলায় গুলিতে পিতা-পুত্র সহ চার কৃষককে খুন করা হয়। অন্যদিকে, কাংপোকপি জেলার কাংচুপে বন্দুকযুদ্ধে এক গ্রাম স্বেচ্ছাসেবকও প্রাণ হারান। তিনজন আহত হন।