Mulayam Singh: সংকটজনক মুলায়ম সিং, হাসপাতালে অখিলেশ

নবরাত্রি উৎসব আবহের মাঝে উত্তর প্রদেশের (Uttar Pradesh) রাজনৈতিক মহল জুড়ে উদ্বেগ। সমাজবাদী পার্টির ‘মু়খিয়া’ ও প্রাক্তন মুখ্যমন্ত্রী (Mulsyam Singh) মুলায়ম সিং যাদব গুরুতর অসুস্থ।…

Mulayam Singh: সংকটজনক মুলায়ম সিং, হাসপাতালে অখিলেশ

নবরাত্রি উৎসব আবহের মাঝে উত্তর প্রদেশের (Uttar Pradesh) রাজনৈতিক মহল জুড়ে উদ্বেগ। সমাজবাদী পার্টির ‘মু়খিয়া’ ও প্রাক্তন মুখ্যমন্ত্রী (Mulsyam Singh) মুলায়ম সিং যাদব গুরুতর অসুস্থ।

প্রবীণ মুলায়ম সিংয়ের অবস্থার অবনতি হওয়ায় তাঁকে গুরুগ্রামের মান্দাতা হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালে পৌঁছে গেছেন অখিলেশ সিং সহ সমাজবাদী পার্টির শীর্ষ নেতারা।

  • ৮২ বছরের প্রবীণ রাজনীতিক মুলায়ম সিং যাদব।
  • উত্তর প্রদেশের যাদব রাজনীতির কুলতিলক তিনি।
  • তিনি সমাজবাদী পার্টির ভিতরে ভাঙন কোনওরকমে আটকে রেখেছেন।
  • যদুবংশ রাজনীতিতে আরও এক কুলতিলক বিহারের লালুপ্রসাদ যাদব। 

বিস্তারিত সংবাদ পড়ুন:

ফের গুরুতর অসুস্থ মুলায়ম সিং যাদব।  তাঁর অসুস্থতার সংবাদে লখনউ ও নয়াদিল্লির রাজনৈতিক মহল উদ্বেগে। মুলায়ম পুত্র তথা উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রীর অখিলেশ যাদব স্ত্রী ডিম্পলকে নিয়ে হাসপাতাল যান। যাদব পরিবারের বাকি সদস্যরা হাসপাতালে এসেছেন। চিকিৎসকরা জানান অবস্থা বিবেচনা করে প্রবীণ নেতাকে আইসিইউতে রাখা দরকার। 

Advertisements

Mulayam Singh: সংকটজনক মুলায়ম সিং, হাসপাতালে অখিলেশ

৮২ বছরের মুলায়ম সিং উত্তর প্রদেশের যাদব রাজনীতির শিরোমনি হিসেবে পরিচিত। যদিও এই যাদব রাজনীতির অপর কুলতিলক হনেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আরজেডি প্রধান লালুপ্রসাদ যাদব। যদুবংশের তাবড় দুই রাজনৈতিক ব্যক্তিত্ব বারবার লখনউ ও পাটনা থেকে কেন্দ্রীয় রাজনীতিতে প্রভাব বিস্তার করেছেন।