মেঘের দেশে শুকিয়ে যাবে তৃণমূল ফুল! মমতা পেলেন দুঃসংবাদ

মেঘের দেশ মেঘালয়। সে রাজ্যে (Meghalaya) কংগ্রেস ভাঙিয়ে নিজেদের রাজনৈতিক অবস্থান বের করেছে তৃণমূল কংগ্রেস। পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল টিএমসি (TMC) গোটা দেশে একমাত্র মেঘালয়ে নিজেদের…

Mukul Sangma to leave TMC and rejoin Congress

মেঘের দেশ মেঘালয়। সে রাজ্যে (Meghalaya) কংগ্রেস ভাঙিয়ে নিজেদের রাজনৈতিক অবস্থান বের করেছে তৃণমূল কংগ্রেস। পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল টিএমসি (TMC) গোটা দেশে একমাত্র মেঘালয়ে নিজেদের শক্তি দেখাতে পেরেছে কিছুটা। তবে এই মেঘের দেশেই শুকিয়ে যাবে এবার তৃণমূল ফুল শিলং থেকে কলকাতায় এমনই দু:সংবাদ পেয়েছেন তৃণমূল প্রধান (Mamata Banerjee) মমতা বন্দ্যোপাধ্যায়। দল ভাঙানোর খেলায় এবার কংগ্রেসের (Congress) সাঁড়াশি আক্রমণ শুরু। (Mukul Sangma to leave TMC)

মুকুলকে টানতে মরিয়া কংগ্রেস Mukul Sangma to leave TMC 

মেঘালয় বিধানসভার মোট আসন 60টি। তৃণমূলের দখলে আছে ৫টি আসন। আর কংগ্রেসের আছেন 1 জন। মেঘালয়ে তৃণমূলকে শূন্য করতে কংগ্রেস ফের মুকুলকে টেনে আনতে মরিয়া।

   

দলত্যাগের পথে মুকুল সাংমা Mukul Sangma to leave TMC 

মেঘালয়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও তৃণমূলের উত্তর পূর্বাঞ্চলের মুখ মুকুল সাংমা ফের দলত্যাগের পথে বলেই জানা যাচ্ছে। তিনি ফিরতে চলেছেন পুরনো দল কংগ্রেসে। ফলে এ রাজ্যে তৃ়ণমূল অচিরেই শূন্য হতে চলেছে। কারণ মুকুল সাংমার ব্যক্তিগত রাজনৈতিক প্রভাবেই মেঘালয়ে জমি পেয়েছিলেন মমতা। বাংলাভাষী প্রধান ত্রিপুরায় তাঁর দল তৃণমূল বারবার ফ্লপ করেছে।

 

মেঘালয় প্রদেশ কংগ্রেস কমিটির (MPCC) সভাপতি, ভিনসেন্ট এইচ পালা দাবি করেছেন রাজ্য তৃণমূল প্রধান ও প্রাক্তন মুখ্যমন্ত্রী মুকুল সাংমা দলত্যাগ করতে চলেছেন।

চার্লস পিংগ্রোপও কংগ্রেসে যোগ দিতে তৈরি

প্রদেশ কংগ্রেস সভাপতি পালা জানিয়েছেন,2028 সালের বিধানসভা নির্বাচনের আগে রাজ্যে তৃণমূল কংগ্রেসের প্রধান চার্লস পিংগ্রোপ কংগ্রেসে যোগ দিতে তৈরি। আপাতত তৃণমূল নেতা পিংগ্রোপ দলত্যাগ বিরোধী আইন এড়াতে সম্ভাব্য কৌশল খুঁজে দেখছেন।পালা আরও বলেন তিনি নিয়মিত বন্ধু পিংগ্রোপের সাথে দেখা করেন, তবে দীর্ঘ সময় ধরে মুকুল সাংমার সাথে দেখা করেননি।

মেঘালয় তৃণমূল প্রধান পিংগ্রোপ জানান আপাতত কংগ্রেসে তার প্রত্যাবর্তন হবে না। তবে তিনি কংগ্রেসে যোগদানের জন্য দলীয় নেতা ও কর্মীদের চাপ আসার কথা স্বীকার করেছেন। তিন বছর আগে টিএমসিতে যোগ দেওয়ার আগে 13 বছর ধরে কংগ্রেসের সাথে থাকা পিংগ্রোপ বলেছিলেন কংগ্রেসের মধ্যে ভাল নেতৃত্বের প্রয়োজন ছিল।

 

Bharat: Former Meghalaya Chief Minister Meghalaya sees a political shift as TMC faces setbacks. Mukul Sangma, former CM and TMC leader, is set to rejoin Congress. With TMC holding 5 seats and Congress 1, this move could significantly impact the state’s political landscape.