বড় ঘোষণা করলেন মুকেশ আম্বানি, উপকৃত হবেন বিনিয়োগকারী থেকে জিও গ্রাহকরা

২৯ অগাস্ট দুপুর দুটো থেকে শুরু হয়েছিল রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের বার্ষিক সভা। আর সেই সভাতেই সাড়ে তিন কোটি শেয়ারহোল্ডারদের জন্য দারুন খুশির খবর শোনাল এই কোম্পানির…

২৯ অগাস্ট দুপুর দুটো থেকে শুরু হয়েছিল রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের বার্ষিক সভা। আর সেই সভাতেই সাড়ে তিন কোটি শেয়ারহোল্ডারদের জন্য দারুন খুশির খবর শোনাল এই কোম্পানির চেয়ারপার্সন মুকেশ আম্বানি (Mukesh Ambani)। তবে শুধু শেয়ারহোল্ডারদের জন্যই নয়, সেইসঙ্গে জিও ব্যবহারকারীদের জন্যও রিলায়েন্সের তরফ থেকে রইল দারুন খবর। বৈঠকের শুরুতেই কৃত্রিম বুদ্ধিমত্তার ওপর জোর দিয়ে মুখেশ আম্বানি বলেছেন, এআই অনেক সমস্যা সমাধানে যেমন সাহায্য করছে তেমনি ভূ-রাজনৈতিক উত্তেজনা বিশ্ব রাজনীতিকে চ্যালেঞ্জের মুখেও ফেলছে।

এরপরেই রিলায়েন্সের চেয়ারপার্সন মুখেশ আম্বানি শেয়ারহোল্ডারদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে তাদের পুরস্কৃত করেন। তিনি বলেন, এবার থেকে শেয়ারহোল্ডাররা পাবেন একটির সাথে একটি শেয়ার। অর্থাৎ ১:১ অনুপাতে শেয়ার পাবেন শেয়ারহোল্ডাররা। সেইসঙ্গে তিনি জানিয়েছেন জিও ফিনান্সিয়াল সার্ভিসের এম-ক্যাপ ২.২ লক্ষ কোটির কাছাকাছি পৌঁছেছে। এছাড়াও ডেটা ব্যবহারের বিষয়ে বলতে গিয়ে তিনি জানিয়েছেন জিও ব্যবহারকারীরা প্রতি মাসে ২৫ জিবি ডেটা ব্যবহার করে থাকেন।

   

মুকেশ আম্বানি এদিন শেয়ারহোল্ডারদের জানিয়েছেন বিশ্বের মধ্যে ৩০টি কোম্পানির তালিকায় নিজেদের যুক্ত করতে তৈরী রিলায়েন্স। এছাড়াও জামনগরে এআইতে একটি ডেটা সেন্টার তৈরী করা হবে বলে জানিয়েছেন তিনি। সেইসঙ্গে রিলায়েন্স অপারেটিং সংস্থায় জিও ব্রেইন ব্যবহার শুরু করতে চলেছেন এই কোম্পানির চেয়ারপার্সন। এর পাশাপাশি জিও ক্লাউড ঘোষণা করে সেখানে যে ব্যবহারকারীরা ১০০ জিবি ফ্রি পাবেন তার কথা এদিন জানিয়েছেন তিনি। মুকেশ আম্বানি এদিন জানিয়েছেন, জিওটিভিওএস চালু হয়েছে রিলায়েন্স এজিএমে।

Advertisements

আর এর মধ্যে ৪কে আলট্রা এইচডি, ডলবি ভিশন, ডলবি অ্যাটমসের অভিজ্ঞতাও পাওয়া যাবে। প্রসঙ্গত, রিলিয়েন্স ইন্ডাস্ট্রিস ভারতের বৃহত্তম বেসরকারি একটি সংস্থা। গত এক বছরে এই কোম্পানি বিনিয়োগকারীদের ২৪.২৪ শতাংশ শেয়ার রিটার্ন দিয়েছে। ২০২২ সালে বার্ষিক সাধারণ সভায় মুকেশ আম্বানি তার উত্তরসূরির কথা জানিয়ে ইশা, অনন্ত ও আকাশ অম্বানিকে ব্যবসার দায়িত্বভার দিয়েছিলেন।

এছাড়া ২০২৩ সালে বার্ষিক সাধারণ সভায় তিনি ইঙ্গিত দিয়েছিলেন আগামী ৫ বছরের জন্য তিনি রিলায়েন্সের চেয়ারপার্সন থাকবেন। তবে বর্তমানে মুকেশ আম্বানির ঘোষণায় খুশি বিনিয়োগকারী থেকে শুরু করে জিও ব্যবহারকারীরা।