আচমকা সনিয়া-রাহুলের দুয়ারে ধনকুবের মুকেশ আম্বানি! হল কী?

উঠতে বসতে কড়া ভাষায় নিশানা করেন। সংসদে বক্তৃক্তা দিলেই তাঁর অন্যতম লক্ষ্য থাকে আম্বানি। সেই মুকেশ আম্বানি (Mukesh Ambani) পৌঁছে গেলেন সনিয়া-রাহুলের বাড়িতে। ছেলে অনন্তের…

উঠতে বসতে কড়া ভাষায় নিশানা করেন। সংসদে বক্তৃক্তা দিলেই তাঁর অন্যতম লক্ষ্য থাকে আম্বানি। সেই মুকেশ আম্বানি (Mukesh Ambani) পৌঁছে গেলেন সনিয়া-রাহুলের বাড়িতে। ছেলে অনন্তের বিয়ের আমন্ত্রণ পত্র নিয়ে এদিন সনিয়ার ১০ জনপথের বাড়িতে হাজির হন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানি (Mukesh Ambani)। রাজ্যসভার সাংসদের পাশাপাশি কংগ্রেস সংসদীয় দলের সভাপতি সনিয়া।

১২ জুলাই অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ে

   

আগামী ১২ জুলাই মুম্বইয়ের জিও ওয়ার্ল্ড সেন্টারে মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানির বিয়ে হতে চলেছে। গতকাল অর্থাৎ বুধবার, অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের বিয়ের অনুষ্ঠানের অংশ হিসাবে, মামরু অনুষ্ঠিত হয়েছিল। পুরো আম্বানি পরিবার এতে অংশ নিয়েছিল। অনন্ত-রাধিকার বিয়ের খবর দীর্ঘদিন ধরেই আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। তাঁদের দুটি প্রাক-বিবাহের অনুষ্ঠানে ভারত ও বিদেশের বড় বড় সেলিব্রিটি এবং ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

বিশেষ অতিথিদের আমন্ত্রণ জানাচ্ছেন স্বয়ং মুকেশ আম্বানি

অনন্ত এবং রাধিকার বিয়ের আমন্ত্রণ পত্র অতিথিদের কাছে পাঠানো হচ্ছে। মুকেশ আম্বানি নিজেই বিশেষ অতিথিদের আমন্ত্রণ জানাতে যাচ্ছেন। ২৬ জুন মুকেশ আম্বানি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের সঙ্গে দেখা করেন এবং ছেলের বিয়েতে আমন্ত্রণ জানান।

মোদীর সঙ্গে সাক্ষাতে পরতে পরতে চমকালেন রোহিত-বিরাটরা!

রাধিকা এবং অনন্ত আম্বানির বিয়ের আগে, বুধবার, 3 জুলাই মুম্বইতে একটি ঐতিহ্যবাহী গুজরাতি ‘মামেরু’ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। পুরো আম্বানি পরিবার অনুষ্ঠানে উপস্থিত ছিল। পাত্রী রাধিকা মার্চেন্টের পরিবারের সদস্যরাও যোগ দেন।

অনন্ত আম্বানি-রাধিকা মার্চেন্টের বিয়ের সূচি

রাধিকা মার্চেন্টের সঙ্গে অনন্ত-রাধিকার গ্র্যান্ড ওয়েডিং হবে ১২ জুলাই মুম্বইয়ে মুকেশ আম্বানির জিও ওয়ার্ল্ড সেন্টারে। ১৩ জুলাই শুভ আশীর্বাদ অনুষ্ঠান এবং ১৪ জুলাই গ্র্যান্ড রিসেপশন।