বিশ্বের সেরা ধনীদের তালিকায় কত নম্বরে মুকেশ আম্বানি

বিশ্বের ধনীতম ব্যক্তিদের তালিকায় এবার বড়সড় চমক। দীর্ঘদিন ধরে বিশ্বের (Mukesh Ambani)প্রথম দশ ধনীর তালিকায় যাঁর নাম প্রায় স্থায়ী হয়ে উঠেছিল, সেই মুকেশ আম্বানি এবার…

mukesh-ambani-not-in-top-10-richest-people-world

বিশ্বের ধনীতম ব্যক্তিদের তালিকায় এবার বড়সড় চমক। দীর্ঘদিন ধরে বিশ্বের (Mukesh Ambani)প্রথম দশ ধনীর তালিকায় যাঁর নাম প্রায় স্থায়ী হয়ে উঠেছিল, সেই মুকেশ আম্বানি এবার টপ টেনের বাইরে। সদ্য প্রকাশিত বিশ্বের ধনীতম ব্যক্তিদের তালিকায় ১৭ নম্বরে জায়গা পেয়েছেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানি। তাঁর মোট সম্পদের পরিমাণ ধরা হয়েছে প্রায় ১০৪.৬ বিলিয়ন মার্কিন ডলার। এই পরিবর্তন ঘিরে স্বাভাবিকভাবেই শুরু হয়েছে বিশ্ব অর্থনীতি ও কর্পোরেট মহলে নানা আলোচনা।

Advertisements

এবারের তালিকায় শীর্ষে রয়েছেন টেসলা ও স্পেসএক্সের কর্ণধার ইলন মাস্ক। তাঁর সম্পদের পরিমাণ চমকে দেওয়ার মতো ৭১৮.২ বিলিয়ন ডলার। কৃত্রিম বুদ্ধিমত্তা, মহাকাশ প্রযুক্তি এবং বৈদ্যুতিক গাড়ির বাজারে একের পর এক বিনিয়োগ ও সাফল্য তাঁকে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি হিসেবে আরও এগিয়ে দিয়েছে। দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছেন গুগলের সহ-প্রতিষ্ঠাতা ল্যারি পেজ ও সের্গেই ব্রিন। তাঁদের সম্পদের পরিমাণ যথাক্রমে ২৭২.২ বিলিয়ন এবং ২৫১.১ বিলিয়ন ডলার।

   

নর্থইস্ট থেকে লোন চুক্তিতে পার্সিজায় গেলেন আলাদিন

তালিকার প্রথম পাঁচে আরও রয়েছেন আমাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস (২৪৮.৯ বিলিয়ন ডলার) এবং ওরাকলের কর্ণধার ল্যারি এলিসন (২৩৮.২ বিলিয়ন ডলার)। প্রযুক্তি দুনিয়ার এই দাপটই স্পষ্ট করে দিচ্ছে, আগামী দিনের ধনীদের তালিকা মূলত টেক ও এআই নির্ভর সংস্থাগুলির হাতেই থাকছে।

মেটার সিইও মার্ক জাকারবার্গ ৬ নম্বরে রয়েছেন ২১৩ বিলিয়ন ডলার সম্পদ নিয়ে। ফ্যাশন ও বিলাসবহুল পণ্যের দুনিয়া থেকে তালিকায় জায়গা করে নিয়েছেন ফরাসি ব্যবসায়ী বার্নার্ড আর্নল্ট ও তাঁর পরিবার ১৮২.৯ বিলিয়ন ডলার নিয়ে তিনি সপ্তম স্থানে। এনভিডিয়ার সিইও জেনসেন হুয়াং (১৬২.৪ বিলিয়ন ডলার) এআই বিপ্লবের জেরে প্রথম দশে প্রবেশ করেছেন, যা প্রযুক্তি দুনিয়ার দ্রুত পরিবর্তনেরই ইঙ্গিত।

তালিকার নবম ও দশম স্থানে রয়েছেন যথাক্রমে ওয়ারেন বাফেট (১৪৫.৭ বিলিয়ন ডলার) এবং স্পেনের ফ্যাশন জায়ান্ট আমানসিও ওর্তেগা (১৪২.৪ বিলিয়ন ডলার)। উল্লেখযোগ্যভাবে, এই প্রথম টপ টেনে কোনও ভারতীয় ধনকুবেরের নাম নেই।

১১ থেকে ১৬ নম্বরের মধ্যে রয়েছেন স্টিভ বালমার, ওয়ালটন পরিবারের সদস্যরা, মাইকেল ডেল এবং মাইকেল ব্লুমবার্গের মতো শিল্পপতিরা। আর এই তালিকার ১৭ নম্বরে জায়গা পেয়েছেন মুকেশ আম্বানি। একসময় যিনি এশিয়ার ধনীতম ব্যক্তি ছিলেন এবং বিশ্বের প্রথম দশে নিয়মিত জায়গা করে নিতেন, তাঁর এই পিছিয়ে পড়া অনেককেই ভাবাচ্ছে।

বিশেষজ্ঞদের মতে, রিলায়েন্সের খুচরো ও টেলিকম ব্যবসা এখনও শক্ত ভিতের উপর দাঁড়িয়ে থাকলেও, বৈশ্বিক বাজারের ওঠানামা, শেয়ার দামের পরিবর্তন এবং ডলারের তুলনায় টাকার মানের প্রভাব আম্বানির মোট সম্পদের অঙ্কে প্রভাব ফেলেছে। পাশাপাশি, প্রযুক্তি ও এআই সংস্থাগুলির বিপুল উত্থান অন্য ধনীদের অনেক এগিয়ে দিয়েছে।

তবে অর্থনীতিবিদরা মনে করিয়ে দিচ্ছেন, এই তালিকা ক্ষণস্থায়ী। বাজারের গতি বদলালেই ধনীদের অবস্থানও বদলায়। মুকেশ আম্বানি এখনও ভারতের সবচেয়ে ধনী ব্যক্তি এবং এশিয়ার অন্যতম প্রভাবশালী শিল্পপতি। ভবিষ্যতে নতুন বিনিয়োগ ও ব্যবসায়িক কৌশলের মাধ্যমে তিনি আবার টপ টেনে ফিরবেন কি না, সেটাই এখন দেখার। সব মিলিয়ে, বিশ্বের ধনীতম ব্যক্তিদের এই নতুন তালিকা শুধু সম্পদের হিসেব নয়, বরং বিশ্ব অর্থনীতির শক্তির কেন্দ্র কোথায় সরে যাচ্ছে তারই স্পষ্ট ছবি তুলে ধরছে।

Advertisements