MP: বিয়েতে প্রত্যাখাত হয়ে তরুণ ধরালো আগুন, পুড়ে মৃত ৭

MP building fire: Jilted lover who caused blaze arrested

পাশের ফ্ল্যাটের এক তরুণীকে বিয়ে করতে চেয়েছিলেন ২৭ বছরের যুবক শুভম দীক্ষিত। কিন্তু বিয়ের প্রস্তাবে প্রত্যাখান করে মেয়েটি। তাই ক্ষোভে পাশের ফ্ল্যাট জ্বালিয়ে দেয় শুভম। ঘটনায় তরুণী বেঁচে গেলেও আগুনে ঝলসে মৃত্যু হয় ৭ জনের। ইন্দোরের বিজয় নগরের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, ওই কমপ্লেক্সেই ভাড়া থাকত শুভম। ওই কমপ্লেক্সে থাকাকালীন তরুণীর প্রেমে পড়ে সে। মাসখানেক আগে থেকেই তাঁর দেখা মেলেনি। পরে জানা যায় তরুণীকে বিয়ের প্রস্তাব দিয়েছিল শুভম। কিন্তু তরুণী রাজি হয়নি। তরুণীর অন্য কোথাও বিয়ে ঠিক হতেই রাগের বশে ফিরে আসে শুভম। তরুণীর স্কুটারে আগুন লাগিয়ে দেওয়া হয়। ওই আগুন গোটা কমপ্লেক্সে ছড়িয়ে পড়ে। সেখানেই ৭ জনের মৃত্যু হয়েছে।

   

পুলিশ সূত্রে খবর, স্কুটারে লাগানো আগুন থেকে গোটা কমপ্লেক্সে আগুন ছড়িয়ে পড়ে। পুলিশের তরফে প্রথমে দাবি করা হচ্ছিল স্কুটারে লাগা আগুন থেকেই শট শার্কিট হয়। যা থেকে দ্রুত আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীদের দাবি, ঘটনাস্থলে দেরিতে উপস্থিত হয়েছে দমকল বাহিনী। প্রাণে বাঁচতে গিয়ে আবাসন থেকে ঝাঁপ দিয়ে আহত হন বেশ কয়েকজন।

মধ্যপ্রদেশের এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। ক্ষতিপূরণ বাবদ পরিবার পিছু ৪ লক্ষ টাকা করে ঘোষণা করেছেন তিনি। মৃতদের মধ্যে তিন জনের দেহ শনাক্ত করা গেছে। বাকিদের শণাক্ত করার কাজ চলছে বলে জানিয়েছেন মধ্যপ্রদেশ পুলিশের ডেপুটি কমিশনার সম্পত উপাধ্যায়।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন