নয়াদিল্লি: ক্রেতাদের জন্য সুখবর। সরকারি GST 2.0 সংস্কারের পর দুধ ও ডেইরি পণ্যের দাম কমাল মাদার ডেয়ারি৷ নতুন দাম ২২ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে।
দাম কমছে একাধিক পণ্যের
GST সংস্কারের ফলে বহু অপরিহার্য পণ্যের ওপর কর কমানো বা বাতিল করা হয়েছে। মাদার ডেয়ারির তরফে জানানো হয়েছে, তাদের পুরো পোর্টফোলিও এখন শূন্য কর বা সর্বনিম্ন ৫% করের আওতায় পড়েছে। তাই সকলের প্রিয় দৈনন্দিন পণ্যগুলোর দামও কমছে। উদাহরণস্বরূপ, ৫০০ গ্রাম বাটারের দাম কমেছে ৩০৫ টাকা থেকে ২৮৫ টাকা, আর বাটারস্কট কোন আইসক্রিমের দাম ৩৫ টাকা থেকে কমে হচ্ছে ৩০ টাকা। UHT মিল্কের দামও কমানো হয়েছে—এক লিটার টোনড টেট্রা প্যাকের দাম ৭৭ টাকা থেকে ৭৫ টাকা।
কমছে না পলিপ্যাক মিল্কের দাম Mother Dairy Price Cut
তবে, নিয়মিত পলিপ্যাক মিল্কের দাম আগের মতোই থাকবে। Mother Dairy জানিয়েছে, “Full Cream Milk, Toned Milk, Cow Milk ইত্যাদি পলিপ্যাক মিল্ক সবসময়ই GST থেকে মুক্ত এবং এগুলোর MRP-এ কোনো পরিবর্তন হবে না।”
এতে ভোক্তাদের দৈনন্দিন ব্যয় প্রভাবিত হবে না। সহায়ক ডেইরি প্রতিষ্ঠান আমুল-ও একইভাবে জানিয়েছে, তাদের পাউচ মিল্কের দাম কমানো হবে না। মাদার ডেয়ারির ম্যানেজিং ডিরেক্টর মানীশ বন্দলিশ বলেন, “ভোক্তা-কেন্দ্রিক সংস্থা হিসেবে আমরা ১০০% কর সুবিধা আমাদের গ্রাহকদের দিচ্ছি।”
মাদার ডেয়ারি প্রথম বড় ধাপ নিল GST 2.0 সংস্কারের পরে। এখন ভোক্তাদের নজর আছে, দেখার জন্য যে অন্যান্য FMCG কোম্পানিগুলো কি একই পথে হাঁটবে কি না।
Bharat: Mother Dairy has slashed prices of its products, including butter, ice cream, and milk, effective September 22, 2025. This move follows the government’s GST 2.0 reforms, which have lowered taxes on essential dairy products, benefiting consumers directly with reduced costs.