অপারেশন সিঁদুরের পর সোমে প্রথম সংসদ অধিবেশন, ঝড় তোলার প্রস্তুতি বিরোধীদের

নয়াদিল্লি: সোমবার থেকে শুরু হচ্ছে সংসদের বাদল অধিবেশন (Monsoon Session Parliament)। এই অধিবেশন ঘিরে রাজনৈতিক উত্তাপ তুঙ্গে। বিরোধীরা একযোগে মোদী সরকারকে ঘিরে ধরার প্রস্তুতি নিচ্ছে…

Monsoon Session Parliament

নয়াদিল্লি: সোমবার থেকে শুরু হচ্ছে সংসদের বাদল অধিবেশন (Monsoon Session Parliament)। এই অধিবেশন ঘিরে রাজনৈতিক উত্তাপ তুঙ্গে। বিরোধীরা একযোগে মোদী সরকারকে ঘিরে ধরার প্রস্তুতি নিচ্ছে একাধিক ইস্যুতে, বিশেষত মার্কিন প্রেসিডেন্টের ‘পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতি করানোর দাবি’ এবং বিহারের ভোটার তালিকা সংশোধনের মতো সংবেদনশীল বিষয়ে।

আলোচনার জন্য প্রস্তুত

এই অধিবেশনেই প্রথমবারের মতো সংসদে মুখোমুখি হবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, পহেলগাঁও হামলা এবং ‘অপারেশন সিঁদুর’-এর পর। অধিবেশনের সূচনা করবেন তিনি নিজেই, সংবাদমাধ্যমের সামনে সরকারের অগ্রাধিকার ও কর্মসূচি জানিয়ে।

   

সরকার ইতিমধ্যেই জানিয়েছে, তারা আলোচনার জন্য প্রস্তুত, বিশেষ করে অপারেশন সিঁদুর প্রসঙ্গে। তবে বিরোধীরা জোর দিয়ে তুলতে চলেছে ২২ এপ্রিল পহেলগাঁও-এ সংঘটিত ভয়াবহ জঙ্গি হামলার প্রসঙ্গ, যেখানে ২৬ জনের মৃত্যু হয়েছিল।

এছাড়াও আলোচনার কেন্দ্রবিন্দু হতে চলেছে:

  • আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার ভয়াবহ বিমান দুর্ঘটনা, যেখানে ২৬০ জনের মৃত্যু হয়েছে।
  • বিহারে ভোটার তালিকার বিশেষ পুনর্বিবেচনা (Special Intensive Revision – SIR)।
  • মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের বিতর্কিত মন্তব্য: তিনি নাকি ভারত-পাকিস্তানের মধ্যে শান্তি স্থাপন করেছেন।

চলতি সপ্তাহেই বিদেশ সফরে যাচ্ছেন মোদী

সরকারি সূত্রে জানা যাচ্ছে, প্রধানমন্ত্রী মোদী সম্ভবত এই স্পর্শকাতর বিষয়গুলির কোনওটির প্রতিত্তরে সরাসরি কথা বলবেন না। কারণ, চলতি সপ্তাহেই তিনি ব্রিটেন ও মালদ্বীপ সফরে যাচ্ছেন একটি বাণিজ্য চুক্তি সই করতে।

তবে কেন্দ্রীয় মন্ত্রী কিরেণ রিজিজু জানান, সরকার অপারেশন সিঁদুর-সহ যেকোনও গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনায় আপত্তি জানাবে না। যদিও ট্রাম্পের মন্তব্য নিয়ে তিনি নিজে কোনও স্পষ্ট বক্তব্য দেননি।

বিরোধীদের তরফে কংগ্রেস নেতা রাহুল গান্ধী জোর দিয়েছেন জম্মু ও কাশ্মীরের পূর্ণ রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়ার দাবিতে একটি বিল আনার জন্য। তবে সরকার সেই পথে হাঁটবে না বলেই মনে করা হচ্ছে।

Advertisements

এই অধিবেশনে মোট ১৭টি গুরুত্বপূর্ণ বিল পেশ করার পরিকল্পনা রয়েছে সরকারের। তার মধ্যে রয়েছে-

  • মনিপুর GST বিল
  • ট্যাক্সেশন আইন সংশোধন বিল
  • জন বিশ্বাস সংশোধন বিল
  • জাতীয় অ্যান্টি-ডোপিং সংশোধন বিল
  • ভূ-ঐতিহ্য এবং ভূ-সম্পদ সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ বিল

একটি বিষয়ে বিরোধী ও সরকার পক্ষের মধ্যে বিরল ঐক্য দেখা যেতে পারে-তা হল বিচারপতি যশবন্ত বর্মার বিরুদ্ধে অভিশংসনের প্রস্তাব। তাঁর বাসভবন থেকে বিপুল পরিমাণ নগদ উদ্ধারের ঘটনায় ইতিমধ্যেই ১০০ জন সাংসদের স্বাক্ষর সংগ্রহ করা হয়েছে, যা অভিশংসন প্রস্তাব আনার জন্য প্রয়োজনীয়।

রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকড় ইতিমধ্যেই সমস্ত রাজনৈতিক দলের উদ্দেশে আবেদন জানিয়েছেন, যেন গঠনমূলক বিতর্ক হয় এবং ব্যক্তিগত বিদ্বেষ রাজনীতির মঞ্চে না আসে। তাঁর বক্তব্য, “মতবিরোধ থাকতে পারে, বিতর্ক হতেই পারে, কিন্তু মনে তিক্ততা কেন থাকবে?”

৩২ দিনের এই মনসুন অধিবেশনে মোট ২১টি বৈঠক বসবে। অধিবেশনের শেষ দিন নির্ধারিত হয়েছে ২১ আগস্ট।