সকাল সকাল ঝমঝমিয়ে প্রাক বর্ষার বৃষ্টি শুরু, বইছে ঝোড়ো হাওয়া

অক্ষরে অক্ষরে মিলে গেল আইএমডির পূর্বাভাস। সাত সকালে ঝমঝমিয়ে বৃষ্টি নামল একের পর এক জায়গায়। এমনিতে দেশের একাধিক রাজ্যে বর্ষা (Monsoon) একদম দরজায় কড়া নাড়ছে।…

short-samachar

অক্ষরে অক্ষরে মিলে গেল আইএমডির পূর্বাভাস। সাত সকালে ঝমঝমিয়ে বৃষ্টি নামল একের পর এক জায়গায়। এমনিতে দেশের একাধিক রাজ্যে বর্ষা (Monsoon) একদম দরজায় কড়া নাড়ছে। বাংলা সহ বহু রাজ্যের মানুষকে বিগত কিছু সময় ধরে প্রচণ্ড গরমের কারণে দুর্ভোগ পোহাতে হচ্ছিল। তবে আর না, আজ সকালে দিল্লি সহ একাধিক জায়গায় ঝেঁপে বৃষ্টি নামল। যে কারণে আবহাওয়া যেন একদম কুল কুল হয়ে গিয়েছে।

   

শুধু এখানেই শেষ নয়, আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় কেরল, কর্ণাটক, কোঙ্কন, গোয়া, গুজরাট, লাক্ষাদ্বীপ, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের কিছু অংশে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার সকাল থেকেই দিল্লি এনসিআরে বর্ষার মতো পরিস্থিতি তৈরি হয়েছে, হচ্ছে বৃষ্টিও। এখন দিল্লির অনেক এলাকায় ঝোড়ো হাওয়ার সঙ্গে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়েছে।

জানা গিয়েছে, আগামী কয়েক ঘণ্টায় গুরুগ্রাম, পালাম, দ্বারকা, দক্ষিণ দিল্লি এবং ফরিদাবাদের কিছু অংশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরপ্রদেশের কথা বললে, আজ সকালে রাজধানী লখনউতে বৃষ্টি হবে। বাকি জেলাগুলিতেও মেঘলা আকাশের সঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ২৮ থেকে ২৯ জুন পর্যন্ত পশ্চিম উত্তরপ্রদেশে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। সেই সঙ্গে হিমালয়ের রাজ্যগুলিতেও দেখা যাবে বর্ষার প্রভাব।

আইএমডি সূত্রে খবর, আগামী দু-তিন দিন রাজ্যের অধিকাংশ জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। উত্তর বিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পাটনা সহ কিছু আইএমডি জানিয়েছে, সুপল, কিষাণগঞ্জ এবং আরারিয়ায় ভারী বৃষ্টিপাত হবে। বলা হচ্ছে যে এই সপ্তাহে বেশিরভাগ জেলায় আর্দ্রতা অব্যাহত থাকবে। তবে তাপপ্রবাহ এবং জ্বলন্ত তাপ থেকে স্বস্তি পাবেন সাধারণ মানুষ। অন্যদিকে জম্মু ও কাশ্মীর, পঞ্জাব, হরিয়ানা, রায়ালসীমা এবং তামিলনাড়ুর কিছু অংশে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।