বর্ষার রোষানলে স্তব্ধ গুজরাত, টানা বৃষ্টিতে বিঘ্নিত জনজীবন, জারি লাল সতর্কতা

দু’দিনের একটানা বৃষ্টিতে জলের তলায় গুজরাত (Gujarat Monsoon)। সবচেয়ে খারাপ অবস্থা আমেদাবাদের। সেখানেই বর্ষা নিজের আসল রূপ দেখাচ্ছে। যে কারণে জলমগ্ন শহরের বেশিরভাগ অঞ্চল। হাওয়া…

Gujrat-Monsoon

দু’দিনের একটানা বৃষ্টিতে জলের তলায় গুজরাত (Gujarat Monsoon)। সবচেয়ে খারাপ অবস্থা আমেদাবাদের। সেখানেই বর্ষা নিজের আসল রূপ দেখাচ্ছে। যে কারণে জলমগ্ন শহরের বেশিরভাগ অঞ্চল। হাওয়া অফিস জানিয়েছে, আরও কিছুদিন চলবে ভারী বৃষ্টিপাত। জারি হয়েছে লাল সতর্কতা। বিঘ্নিত ট্রেন চলাচল। 

মঙ্গলবার রাজ্যের প্রাথমিক বিদ্যালয়গুলি বন্ধ রাখার কথা জানিয়েছে সরকার। রবিবার ভোর ৬টা থেকে সোমবার ভোর ৬টা পর্যন্ত আমদাবাদে ৮৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বলে জানা গিয়েছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয়েছে সৌরাষ্ট্র, মহিসাগর, বরোদা, দাহোড় ও আরাবল্লী অঞ্চলে। স্বাভাবিক কারণেই বেশ কিছু নদী বিপদসীমার উপর দিয়ে বইছে। 

   

নগদে অটোর ভাড়া মেটানোর দিন শেষ! দেশের এই শহরে ক্রিপ্টোকারেন্সিতে চলবে লেনদেন

ট্রেন লাইন জলমগ্ন থাকায় বরোদা-আমদাবাদ ইন্টারসিটি এক্সপ্রেস, আমদাবাদ-বরোদা ইন্টারসিটি এক্সপ্রেস, বরোদা-জামনগর ইন্টারসিটি এক্সপ্রেস নির্ধারিত সময়ের থেকে দেরিতে চলছে। মোদির রাজ্যে এহেন পরিস্থিতি আরও কিছুদিন চলবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। 

মৌসম ভবন সূত্রে জানানো হয়েছে, আজ, মঙ্গলবার গুজরাত, উত্তর মহারাষ্ট্র সহ সংলগ্ন অঞ্চলে ভারী বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভবনা রয়েছে। আবার পূর্ব রাজস্থান ও উত্তর-পশ্চিম মধ্যপ্রদেশের উপর তৈরি হওয়া নিম্নচাপ (Gujarat Monsoon) নিজের শক্তি কয়েকগুণ বাড়িয়েছে। সে কারণেই বৃষ্টি এমন ভ্রুকুটি।