স্থল, জল কিংবা আকাশ, এখন সব সেনাতেই মেয়েদের শক্তির সাক্ষী থাকছে গোটা বিশ্ব। বিশেষ করে ভারতীয় সুরক্ষা বাহিনীতে একের পর এক মহিলা নিয়োগ এবং তাঁদের চোখ রাঙানি দেখে সকলের মুখে একটাই কথা, নারী শক্তির জয় হোক। এবারও তার ব্যতিক্রম ঘটল না। এবার নতুন করে শিরোনামে উঠে এলেন মোহনা সিং (Mohana Singh)। এবার তিনি ইতিহাস সৃষ্টি করার দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছেন।
আসলে স্কোয়াড্রন লিডার মোহনা সিং, ভারতের প্রথম মহিলা ফাইটার পাইলটদের মধ্যে একজন, যিনি এখন আরও একটি বড় কৃতিত্ব অর্জন করলেন। ভারতের ‘মেড ইন ইন্ডিয়া’ এলসিএ তেজস যুদ্ধবিমানের ১৮টি ‘ফ্লাইং বুলেটস’ স্কোয়াড্রনে প্রথম মহিলা ফাইটার পাইলট হলেন তিনি। এই পদক্ষেপটি ভারতীয় বায়ুসেনায় কর্মরত মহিলাদের জন্য একটি বড় সাফল্য।
সম্প্রতি যোধপুরে ‘তরঙ্গ শক্তি’ নামে একটি মহড়া অনুষ্ঠিত হয়েছিল, যেখানে মোহনা সিং তিন বাহিনীর ভাইস চিফদের সঙ্গে উড়ে গিয়েছিলেন। এসময় তিনি তেজস বিমানে ওড়ার আগে সেনা ও নৌবাহিনীর ভাইস প্রধানদের প্রয়োজনীয় সব নির্দেশ দেন এবং তাদের সহায়তা করেন। মোহনা সিং, ভাবনা কান্ত এবং অবনী চতুর্বেদী বায়ুসেনার মহিলা ফাইটার পাইলটদের প্রথম দলে ছিলেন।
এখন মোহনা এলসিএ তেজস জেট বিমান চালাচ্ছেন, আর তাঁর সঙ্গী Su-30 MK এমকেআই যুদ্ধবিমান চালাচ্ছেন। ভারতের ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগকে উৎসাহিত করার জন্যও এই অনুশীলনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। এই মোহনা সিংকে দেখতেও সুন্দর। বলিউডের যে কোনও অভিনেত্রীকে সৌন্দর্যের দিক থেকে হারিয়ে দেবেন।
#Milestone On 30th May 19, Flt Lt Mohana Singh became the first IAF woman pilot to become fully operational by day on ‘Hawk’ aircraft. She is one of the three women pilots inducted in the fighter stream of the IAF. #Congratulations pic.twitter.com/iBuyxHL8Eq
— Indian Air Force (@IAF_MCC) May 31, 2019