আগমী মাসেই অবসর নেবেন মোদী? যা বললেন ভাগবত..

নাগপুর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অবসর প্রসঙ্গ ঘিরে গত এক মাস ধরে উত্তাল হয়েছে জাতীয় রাজনীতি৷ এই নিয়ে অবশেষে অবস্থান স্পষ্ট করলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস)…

Mohan Bhagwat on Modi-s retirement

নাগপুর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অবসর প্রসঙ্গ ঘিরে গত এক মাস ধরে উত্তাল হয়েছে জাতীয় রাজনীতি৷ এই নিয়ে অবশেষে অবস্থান স্পষ্ট করলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) প্রধান মোহন ভাগবত। শুক্রবার সংঘের শতবর্ষ উপলক্ষে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তিনি জানিয়ে দিলেন, অবসর প্রসঙ্গে তাঁর মন্তব্যকে ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে। বললেন, ‘৭৫ বছরে অবসর নেওয়ার কথা আমি কখনও বলিনি।‘

ভগবতের মন্তব্য

ভাগবতের কথায়, “আমি কখনওই বলিনি আমি অবসর নেব, কিংবা অন্য কেউ ৭৫ বছর বয়সে পড়লেই দায়িত্ব ছেড়ে দেবেন। আমরা সবাই সংঘের স্বয়ংসেবক। যে কাজ আমাদের দেওয়া হবে, চাই বা না চাই সেটাই করে যেতে হবে।” তিনি আরও স্পষ্ট করে দেন, “সংঘ যদি চায়, তবে ৮০ বছর বয়সেও আমি দায়িত্ব পালন করব।”

   

জুলাইয়ের মন্তব্যে জল্পনা Mohan Bhagwat on Modi-s retirement

উল্লেখ্য, গত জুলাই মাসে নাগপুরের এক অনুষ্ঠানে ভাগবত মন্তব্য করেছিলেন, “যখন ৭৫ বছর বয়সে আপনাকে কেউ অত্যন্ত উৎসাহের সঙ্গে অভিনন্দন জানাতে আসবে, তখনই বুঝবেন থামার সময় এসেছে। অন্যের জন্য জায়গা ছেড়ে দিতে হবে।” তাঁর সেই বক্তব্য নিয়েই জল্পনার ঝড় ওঠে। মহারাষ্ট্রের উদ্ধব-সেনা নেতা সঞ্জয় রাউত সরাসরি দাবি করেন, নাগপুরে ভাগবত নাকি প্রধানমন্ত্রী মোদীকে অবসর নেওয়ার পরামর্শ দিয়েছেন।

সেপ্টেম্বরে ৭৫ পূর্ণ করবেন প্রধানমন্ত্রী। এই পরিস্থিতিতে ভাগবতের সাম্প্রতিক মন্তব্যকে রাজনৈতিক মহল স্পষ্টতই “ড্যামেজ কন্ট্রোল” হিসেবেই দেখছে।

Advertisements

জনসংখ্যা প্রসঙ্গে বিতর্কিত মন্তব্য

এদিনের সম্মেলনে আরেকটি ইস্যুতেও বক্তব্য রাখেন ভাগবত। জনবিন্যাসের পরিবর্তন এবং জনসংখ্যা নিয়ন্ত্রণ প্রসঙ্গে তিনি বলেন, “বিশেষজ্ঞরা বলেন, যে সম্প্রদায়ের জন্মহার তিন সন্তানের কম, তারা ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যায়। তাই জন্মহার তিনের বেশি থাকা উচিত।”

ভাগবতের এই মন্তব্য ঘিরেও নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। রাজনৈতিক মহলের মতে, অবসর প্রসঙ্গে অবস্থান স্পষ্ট করার পাশাপাশি জনসংখ্যা প্রসঙ্গে তাঁর মন্তব্য আগামী দিনে জাতীয় স্তরে নতুন আলোচনার জন্ম দিতে চলেছে।

Bharat: RSS Chief Mohan Bhagwat clarifies his recent retirement comments, stating they were misinterpreted and not directed at PM Narendra Modi. He addresses the political speculation surrounding his remarks.