এবিপিএস-এর বৈঠকের সূচনা করলেন মোহন ভাগবত, আলোচনায় মণিপুর-বাংলাদেশ

বেঙ্গালুরু: পড়শি বাংলাদেশে হিন্দুদের উপর ক্রমাগত অত্যাচার-নিপীড়ন বেড়ে চলেছে৷ খুন-ধর্ষণের ঘটনা আকছাড়৷ যা নিয়ে উদ্বিগ্ন আরএসএস। এবার তাদের সর্বোচ্চ নীতি নির্ধারক সভা অখিল ভারতীয় প্রতিনিধি…

Mohan Bhagwat inaugurates ABPS meet

বেঙ্গালুরু: পড়শি বাংলাদেশে হিন্দুদের উপর ক্রমাগত অত্যাচার-নিপীড়ন বেড়ে চলেছে৷ খুন-ধর্ষণের ঘটনা আকছাড়৷ যা নিয়ে উদ্বিগ্ন আরএসএস। এবার তাদের সর্বোচ্চ নীতি নির্ধারক সভা অখিল ভারতীয় প্রতিনিধি সভায় প্রস্তাব আনা হবে বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার নিয়ে৷ তেমনই সিদ্ধান্ত নিল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ৷ পাশাপাশি আলোচনায় উঠে আসবে দেশের অভ্যন্তরীণ নানা পরিস্থিতির প্রসঙ্গ৷ Mohan Bhagwat inaugurates ABPS meet

এবিপিএস-এর তিনদিন ব্যাপী বৈঠকের সূচনা Mohan Bhagwat inaugurates ABPS meet

আরএসএস প্রধান মোহন ভাগবত আজ শুক্রবার আখিল ভারতীয় প্রতিনিধি সভা (এবিপিএস)-এর তিনদিন ব্যাপী বৈঠকের সূচনা করেন। এই বৈঠকটি আরএসএসের শীর্ষ সিদ্ধান্ত গ্রহণকারী প্ল্যাটফর্ম হিসেবে পরিচিত, যেখানে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। এবারের বৈঠকে মণিপুরের বর্তমান পরিস্থিতি এবং দেশে ‘উত্তর-দক্ষিণ বিভাজন’ তৈরির প্রচেষ্টার বিষয়টি প্রাধান্য পাবে।

   

প্রেস ব্রিফিংয়ে আরএসএসের যুগ্ম সচিব সি আর মুখুন্ডা জানিয়েছেন, এই বৈঠকে কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ ও উত্তপ্ত বিষয় নিয়ে আলোচনা হবে৷ সেই সঙ্গে এই সব জ্বলন্ত ইস্যু নিয়ে সিদ্ধান্তও গ্রহণ করা হবে। মুখুন্ডা আরও জানান, এবিপিএস-এর বৈঠকে আরএসএসের ৩২টি সহযোগী সংগঠনের শীর্ষ নেতৃত্ব উপস্থিত থাকবেন, যাদের মধ্যে দেশের নানা কোণে কার্যরত সংগঠনগুলোর প্রতিনিধিরা রয়েছেন।

আলোচনায় মণিপুর পরিস্থিতি Mohan Bhagwat inaugurates ABPS meet

মণিপুরের পরিস্থিতি সম্পর্কে যুগ্ম সচিব বলেন, ‘‘মণিপুর গত ২০ মাস ধরে অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে৷ তবে, বর্তমানে সেখানে কিছুটা আশার আলো দেখা যাচ্ছে। কেন্দ্রীয় সরকারের যে রাজনৈতিক ও প্রশাসনিক দৃষ্টিভঙ্গি রয়েছে, তা মণিপুরের জনগণের মধ্যে আশার সঞ্চার করেছে।’’ তিনি আরও বলেন, সরকারের এসব পদক্ষেপের মাধ্যমে মণিপুরবাসী নতুন করে আশা পাচ্ছেন এবং পরিস্থিতি উন্নতির দিকে এগোতে পারে বলে মনে করছেন তারা।

এদিকে, সভায় দেশে চলতে থাকা নানা সমস্যার সমাধানে গভীর আলোচনা হবে এবং প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে বলে তিনি জানান।

উল্লেখ্য বিষয় হল- আগামী বছর অর্থাৎ ২০২৬ সালে পশ্চিমবঙ্গ এবং অসমে বিধানসভা নির্বাচন। তার আগে বাংলাদেশ সীমান্তবর্তী এই দুই রাজ্যে সংগঠন আরও জোরদার করাটাও এখন সঙ্ঘের কাছে পাখির চোখ৷ 

 Bharat: RSS’s Akhil Bharatiya Pratinidhi Sabha, inaugurated by Mohan Bhagwat, focuses on Hindu persecution in Bangladesh and national issues like Manipur’s situation. Key decisions expected during the three-day meet with top leaders from 32 affiliate organizations.