৭৫-হলেই অবসর! ভগবত-বার্তায় নেতৃত্ব বদলের ইঙ্গিত? কংগ্রেস বলছে,‘মোদী শুনছেন?”

নয়াদিল্লি: “৭৫ বছর বয়সে নেতাদের সরে দাঁড়ানো উচিত”-এই মন্তব্য করে দেশের রাজনীতিতে আলোড়ন ফেললেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর প্রধান মোহন ভাগবত। যদিও সরাসরি কারও নাম…

Mohan Bhagwat 75 Age Remark

নয়াদিল্লি: “৭৫ বছর বয়সে নেতাদের সরে দাঁড়ানো উচিত”-এই মন্তব্য করে দেশের রাজনীতিতে আলোড়ন ফেললেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর প্রধান মোহন ভাগবত। যদিও সরাসরি কারও নাম উল্লেখ করেননি তিনি, তবে কংগ্রেস নেতারা তাৎক্ষণিকভাবে ইঙ্গিত বুঝে নিয়ে নিশানা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে।

প্রসঙ্গত, আগামী বছর সেপ্টেম্বর মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (১৭ সেপ্টেম্বর) এবং মোহন ভাগবত (১১ সেপ্টেম্বর)—উভয়েই ৭৫ বছরে পা দেবেন। এমন প্রেক্ষাপটে ভাগবতের এই মন্তব্য একাধিক রাজনৈতিক বার্তা বহন করছে বলেই বিশ্লেষকদের ধারণা।

   

“দুই নিশানায় এক তীর”: কংগ্রেসের তীব্র প্রতিক্রিয়া

কংগ্রেস নেতা জয়রাম রমেশ টুইটারে কটাক্ষ করে লেখেন, “দুঃখজনকভাবে পুরস্কারপ্রাপ্ত প্রধানমন্ত্রী ঘরে ফিরেই শুনলেন, তিনি ৭৫ বছরে পড়ছেন, তা মনে করিয়ে দিলেন আরএসএস প্রধান।”

তিনি আরও লেখেন, “তবে প্রধানমন্ত্রীও ভাগবতকে মনে করিয়ে দিতে পারেন, তিনি নিজেও ১১ সেপ্টেম্বর ৭৫-এ পৌঁছাবেন। এক তীর, দুই লক্ষ্য!”

কংগ্রেস নেতা পবন খেরা-ও কটাক্ষ করে বলেন, “এবার দু’জনেই ব্যাগ তুলে একে অপরকে পথ দেখাতে বেরিয়ে পড়ুন।”

Advertisements

কোন প্রেক্ষাপটে এই মন্তব্য? Mohan Bhagwat 75 Age Remark

মোহন ভাগবত বুধবার নাগপুরে প্রয়াত সংঘ চিন্তক মোরোপন্ত পিংলেকে নিয়ে লেখা একটি বই প্রকাশের অনুষ্ঠানে এই মন্তব্য করেন। তিনি বলেন, “যখন বয়স ৭৫-এর চাদরে মোড়া পড়ে, তখন বোঝা যায়-সময় এসেছে সরে দাঁড়িয়ে অন্যদের কাজ করতে দেওয়ার।”

তিনি মোরোপন্ত পিংলের বিনম্রতা, দূরদর্শিতা এবং জটিল ভাবনা সহজ ভাষায় প্রকাশ করার দক্ষতার প্রশংসা করেন।

মোদীর আরএসএস সদর দফতর সফর

এই বছরের মার্চে প্রধানমন্ত্রী মোদী নাগপুরের আরএসএস সদর দফতর পরিদর্শনে যান। প্রায় এক দশক পর সংঘ সদর দফতরে মোদীর এই সফর ঘিরেও তীব্র জল্পনা তৈরি হয়েছিল। তৎকালীন সময়ে শিব সেনা (UBT) নেতা সঞ্জয় রাউত মন্তব্য করেছিলেন, “মোদীজি এবার নেতৃত্ব বদলের ইঙ্গিত দিতে এসেছেন। সংঘ চাইছে নতুন মুখ।” যদিও বিজেপি তখন এই মন্তব্য উড়িয়ে দিয়ে বলে, এটি ছিল “রুটিন সফর”।