ভারত-পাক যুদ্ধ আবহে রাশিয়া সফর বাতিল মোদীর!

নয়াদিল্লি: দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি জার্মানির বিরুদ্ধে সোভিয়েত বাহিনীর ঐতিহাসিক বিজয় স্মরণে প্রতি বছর ৯ মে মস্কোর রেড স্কোয়ারে আয়োজিত হয় রাশিয়ার ‘Victory Day Parade’। এবারে,…

Modi To Skip Russia trip

নয়াদিল্লি: দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি জার্মানির বিরুদ্ধে সোভিয়েত বাহিনীর ঐতিহাসিক বিজয় স্মরণে প্রতি বছর ৯ মে মস্কোর রেড স্কোয়ারে আয়োজিত হয় রাশিয়ার ‘Victory Day Parade’। এবারে, অনুষ্ঠিত হবে ৮০তম বিজয় দিবস প্যারেড৷ এই অনুষ্ঠানে ভারতকে আমন্ত্রণ জানানো হলেও, তাতে  অংশ নিচ্ছেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর পরিবর্তে রাশিয়ায় ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।

রাশিয়া যাচ্ছেন না প্রধানমন্ত্রী

বিদেশ মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, রাশিয়ার তরফে প্রধানমন্ত্রী মোদীকে আমন্ত্রণ জানানো হলেও, তিনি বর্তমানে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতির কারণে রাশিয়া সফরে যাচ্ছেন না। সম্প্রতি কাশ্মীরের পহেলগাঁও-এ ঘটে যাওয়া ভয়াবহ জঙ্গি হামলায় ২৬ জন পর্যটকের মৃত্যু হয়েছএ। এই ঘটনার পর প্রধানমন্ত্রী সৌদি সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরে আসেন এবং নিরাপত্তা সংক্রান্ত একাধিক উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নেন।

   

এই হামলার পর প্রধানমন্ত্রী মোদী টানা বৈঠক করছেন সামরিক বাহিনী প্রধান, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে। পাশাপাশি বুধবার তিনি সভাপতিত্ব করেন ‘ক্যাবিনেট কমিটি অন পলিটিক্যাল অ্যাফেয়ার্স’ (CCPA)-এর বৈঠকে৷ ২০১৯ সালের পুলওয়ামা হামলার পর প্রথম এই বৈঠক হয়৷ 

রাশিয়া সফরে রাজনাথ: কূটনৈতিক ভারসাম্য রক্ষা Modi To Skip Russia trip

প্রতিরক্ষামন্ত্রীর এই সফরকে কূটনীতিকরা দ্বিপাক্ষিক সম্পর্ক অটুট রাখার এক গুরুত্বপূর্ণ প্রয়াস হিসেবেই বিচার করছেন। রাশিয়ার সঙ্গে ভারতের সম্পর্ক ঐতিহাসিকভাবেই দৃঢ়। প্রতিরক্ষা ক্ষেত্রে রাশিয়া ভারতের অন্যতম প্রধান অংশীদার। বিশেষজ্ঞদের মতে, রাজনাথ সিংয়ের সফর প্রতীকী মাত্র নয়, বরং এর মধ্য দিয়ে ভারত একটি বার্তা দিতে চাইছে— সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার পাশাপাশি, ঘনিষ্ঠ কৌশলগত অংশীদারদের সঙ্গে সম্পর্কও অক্ষুণ্ণ রাখতে চায় দিল্লি।

বিজয় দিবসের তাৎপর্য

৯ মে রাশিয়ার ‘Victory Day’ শুধু একটি জাতীয় দিবস নয়, বরং এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের এক গৌরবগাথার স্মারক। ১৯৪৫ সালে এই দিনেই জার্মানির শর্তহীন আত্মসমর্পণ সই হয়েছিল, যা ইউরোপে যুদ্ধের আনুষ্ঠানিক পরিসমাপ্তি ঘটায়। মস্কোর রেড স্কোয়ারে আয়োজিত এই সামরিক প্যারেড রাশিয়ার সামরিক শক্তির অন্যতম গুরুত্বপূর্ণ প্রদর্শনী।

প্রতি বছর এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তাঁর বক্তৃতা ও প্যারেড পরিদর্শনের মাধ্যমে রাশিয়া তাদের ইতিহাস, গর্ব এবং বর্তমান সামরিক সক্ষমতা বিশ্বকে জানিয়ে দেয়।

কূটনৈতিক বার্তা

ভারতের পক্ষে এবার প্রধানমন্ত্রীর পরিবর্তে প্রতিরক্ষামন্ত্রীর উপস্থিতি তাৎপর্যপূর্ণ। এই সিদ্ধান্তে যেমন একদিকে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তাকে সর্বাধিক অগ্রাধিকার দেওয়া হয়েছে, তেমনই রাশিয়ার সঙ্গে কৌশলগত সহযোগিতা বজায় রাখাও নিশ্চিত করা হয়েছে।

বিশ্লেষকদের মতে, এই ভারসাম্যপূর্ণ কূটনৈতিক পদক্ষেপ ভারতকে বর্তমান ভূরাজনৈতিক অস্থিরতার মধ্যেও শক্তিশালী ও দায়িত্বশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে সাহায্য করবে।

Bharat: India sends Rajnath Singh to Russia’s Victory Day Parade, PM Modi absent due to internal security. 1 Strategic move to maintain ties amidst Pahalgam attack fallout. India’s defense partnership with Russia remains strong.