ইন্দিরা গান্ধীর মৃত্যুদিনে কংগ্রেসকে ‘মেরুদণ্ডহীন’ বলে কটাক্ষ মোদীর!

নয়াদিল্লি: ৩১ অক্টোবর হত্যা করা হয়েছিল ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে (Indira Gandhi)। আর এই দিনই সর্দার বল্লবভাই প্যাটেলের (Sardar Vallabhbhai Patel) ১৫০ তম জন্মবার্ষিকী উপলক্ষে ‘রাষ্ট্রীয় একতা দিবস’ পালন করতে গিয়ে কংগ্রেসকে ‘মেরুদণ্ডহীন’ বলে কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)।

Advertisements

শুক্রবার গুজরাটের নর্মদা জেলার কেভাড়িয়ায় সর্দার বল্লবভাই প্যাটেলের মূর্তি, ‘স্ট্যাচু অব ইউনিটির’ পাদদেশে শ্রদ্ধাঞ্জলি দেন নরেন্দ্র মোদী। সেইসঙ্গে প্যাটেলকে সম্পূর্ণ কাশ্মীরকে ভারতের অন্তর্ভুক্ত করতে না দেওয়ার অভিযোগে জওহরলাল নেহেরুর (Jawaharal Nehru) সমালোচনা করলেন মোদী। তাঁর অভিযোগ, কংগ্রেসের ‘মেরুদণ্ডহীন’ আচরণের জন্যই কাশ্মীর সমস্যা, উত্তর-পূর্বে দেশের দীর্ঘ সংগ্রাম এবং এমনকি নকশাল-মাওবাদী সন্ত্রাসের মোট সমস্যাগুলি তৈরি হয়েছে।

   

নরেন্দ্র মোদী বলেন, “সর্দার প্যাটেল অন্যান্য রাজ্যগুলির মতোই সমগ্র কাশ্মীরকে ভারতের অংশ করতে চেয়েছিলেন। কিন্তু নেহেরুজি তাতে বাধা দিয়েছিলেন। কাশ্মীর বিভক্ত করা হয়েছিল, একটি পৃথক সংবিধান এবং একটি পৃথক পতাকা দেওয়া হয়েছিল। কংগ্রেসের (Congress) এই ভুলের জন্য দেশকে দশকের পর দশক ধরে কষ্ট সহ্য করতে হচ্ছে।”

Advertisements

এদিন সর্দার প্যাটেলের পায়ে শ্রদ্ধাজ্ঞাপনের পর মোদী বলেন, “স্বাধীনতার পর, জাতির নেতৃত্বের দায়িত্ব যাদের উপর অর্পিত হয়েছিল তারা ‘আমরা জনগণ’-এর চেতনাকে দুর্বল করার চেষ্টা করেছিল। ভিন্ন মতাদর্শের ব্যক্তি ও সংগঠনগুলিকে অসম্মানিত করা হয়েছিল এবং রাজনৈতিক অস্পৃশ্যতা প্রতিষ্ঠা করা হয়েছিল”।

কংগ্রেসের বিরুদ্ধে আক্রমণের সুর চড়িয়ে মোদী (Narendra Modi) বলেন, “আমরা সকলেই জানি কংগ্রেস সরকার সর্দার প্যাটেল এবং তাঁর উত্তরাধিকারের সাথে কি আচরণ করেছিল! বাবা সাহেব আম্বেদকরের জীবদ্দশায় এবং তাঁর মৃত্যুর পরেও কীভাবে আচরণ করেছিল এবং নেতাজি সুভাষ চন্দ্র বসু, ডঃ রাম মনোহর লোহিয়া এবং জয়প্রকাশ নারায়ণের মতো নেতাদের কীভাবে প্রান্তিক করে রাখা হয়েছিল।” তিনি আরও বলেন, “সম্প্রতি, আরএসএস ১০০ বছর পূর্ণ করেছে, এবং আমরা দেখেছি কীভাবে এই সংগঠনটিকেও টার্গেট করা হয়ে আসছে।”