বঙ্গ সফরের শেষেই মোদী-সৌদি বৈঠকের কারণ কি?

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Modi)বঙ্গ সফর সেরে সৌদি আরবের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে চলেছেন। বর্তমানে পশ্চিমবঙ্গে দুই দিনের সফরে এসে তিনি অসম ও বাংলায় একাধিক উন্নয়ন…

modi-saudi-meeting-after-bengal-visit

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Modi)বঙ্গ সফর সেরে সৌদি আরবের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে চলেছেন। বর্তমানে পশ্চিমবঙ্গে দুই দিনের সফরে এসে তিনি অসম ও বাংলায় একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন, যার মধ্যে রয়েছে অমৃত ভারত ট্রেনের ফ্ল্যাগ অফ, ইলেকট্রিক ক্যাটামারানের শুভারম্ভ এবং সিঙ্গুরে রেল-রোড প্রকল্প। এই সফরের মাধ্যমে তিনি রাজ্যের উন্নয়নের পাশাপাশি আসন্ন বিধানসভা নির্বাচনের প্রস্তুতি নিয়েও বার্তা দিয়েছেন।

Advertisements

কিন্তু এই ব্যস্ততার মাঝেই বিদেশ নীতির দিকে তাঁর নজর বিশেষ করে সৌদি আরবের সঙ্গে সম্পর্ককে আরও মজবুত করার লক্ষ্যে।এদিকে, গালফ অঞ্চলে উত্তেজনা বাড়ছে। সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) মধ্যে দীর্ঘদিনের মিত্রতা এখন ফাটল ধরেছে। ইয়েমেন, সুদানসহ একাধিক অঞ্চলে প্রক্সি যুদ্ধের মাধ্যমে দুই দেশের স্বার্থের সংঘাত প্রকাশ্যে এসেছে। সৌদি আরব সম্প্রতি পাকিস্তানের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে, যা ইউএই-এর জন্য অস্বস্তির কারণ।

   

৩ দিন পর বেলডাঙায় ইউসুফ, ব‌্যাখা করলেন কারণ…

এই পরিপ্রেক্ষিতে ইউএই প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান (এমবিজেড) সোমবার ভারতে আসছেন। এই সফরকে দেখা হচ্ছে ভারত-ইউএই সম্পর্কের নতুন উচ্চতায় পৌঁছানোর সুযোগ হিসেবে।ভারত-ইউএই সম্পর্ক ইতিমধ্যেই অত্যন্ত শক্তিশালী। ২০২২ সালের সিইপিএ (কম্প্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ অ্যাগ্রিমেন্ট) চুক্তির পর দুই দেশের বাণিজ্য দ্রুত বেড়েছে।

২০২৫ সালের প্রথমার্ধে নন-অয়েল বাণিজ্য ৩৭.৬ বিলিয়ন ডলার ছাড়িয়েছে, ২০৩০ সালের মধ্যে ১০০ বিলিয়ন ডলারের লক্ষ্যমাত্রা সামনে। ইউএই ভারতের সপ্তম বৃহত্তম এফডিআই উৎস, যার পরিমাণ ২২ বিলিয়ন ডলারের বেশি।

এছাড়া ৩৫ লক্ষ ভারতীয় প্রবাসী ইউএই-এর অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।এই সফরের মধ্যে সবচেয়ে আলোচিত বিষয় হলো প্রতিরক্ষা সহযোগিতা। খবর অনুযায়ী, ইউএই ভারতের স্বদেশী আকাশ এয়ার ডিফেন্স সিস্টেম কেনার উন্নত আলোচনায় রয়েছে।

২০২৫ সালের এপ্রিলে ভারত আনুষ্ঠানিকভাবে এই সিস্টেম ইউএই-এর কাছে প্রস্তাব করেছে। আকাশ সিস্টেম মাঝারি দূরত্বের সারফেস-টু-এয়ার মিসাইল, যা বিমান, হেলিকপ্টার, ড্রোন এবং সাবসোনিক ক্রুজ মিসাইলকে ২৫ কিলোমিটার পর্যন্ত আটকাতে সক্ষম।

অপারেশন সিঁদুরে ২০২৫ সালের মে মাসে পহেলগাঁও হামলার পর পাকিস্তানে জঙ্গি ঘাঁটিতে ভারতের প্রত্যাঘাতে এই সিস্টেমের কার্যকারিতা প্রমাণিত হয়েছে। এই অপারেশনে ভারতীয় বাহিনী সফলভাবে জঙ্গি পরিকাঠামো ধ্বংস করেছে, যা ভারতের নতুন প্রতিরক্ষা নীতির প্রতীক। ইউএই-এর জন্য এই সিস্টেম হুতি বিদ্রোহীদের হুমকির মোকাবিলায় অত্যন্ত উপযোগী হতে পারে।

Advertisements