চারবার ফোন করেছিলেন ট্রাম্প, উত্তর দেননি মোদী: দাবি জার্মান সংবাদপত্রে

কলকাতা: সম্প্রতি ভারত–মার্কিন সম্পর্কের উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। জার্মান দৈনিক ফ্রাঙ্কফুর্টার আলগেমাইনে জিতুং (FAZ) এবং জাপানের নিক্কেই এশিয়া সূত্রে জানা গিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প…

modi refuses trump calls

কলকাতা: সম্প্রতি ভারত–মার্কিন সম্পর্কের উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। জার্মান দৈনিক ফ্রাঙ্কফুর্টার আলগেমাইনে জিতুং (FAZ) এবং জাপানের নিক্কেই এশিয়া সূত্রে জানা গিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চারবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করার চেষ্টা করেছিলেন। কিন্তু মোদী প্রতিবারই কল গ্রহণ করতে অস্বীকার করেন। এই ঘটনা দুই দেশের কূটনৈতিক সম্পর্কের মধ্যে শীতলতার ইঙ্গিত বহন করছে।

ট্রাম্পের মন্তব্য

ট্রাম্প বিভিন্ন সময় নানা মন্তব্য করে ভারতের কূটনৈতিক ধারা পরীক্ষা করার চেষ্টা করেছেন। কখনও তিনি দাবি করেছেন, অপারেশন সিঁদুরের পর ভারত–পাকিস্তানের সংঘর্ষবিরতিতে তার অবদান রয়েছে, কখনও আবার রাশিয়ার তেল কেনার জন্য ভারতের ওপর অতিরিক্ত শুল্ক চাপিয়েছেন। তবে মোদি স্পষ্ট করে দিয়েছেন, পাকিস্তানের সঙ্গে সংঘর্ষবিরতিতে ভারতের সিদ্ধান্ত শুধুই স্বতঃসিদ্ধ এবং কোনো তৃতীয় পক্ষের প্রভাব নেই।

   

জার্মানির ফ্রাঙ্কফুর্টার অলগেমেইন সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, ট্রাম্প মোদীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিলেন অন্তত চারবার। তবে প্রধানমন্ত্রী ফোন গ্রহণ করেননি। সূত্রের খবর, মোদী সবসময়ই ট্রাম্পকে বন্ধু হিসেবে দেখেছেন, কিন্তু দেশের স্বার্থ এবং নিরাপত্তা নিয়ে তিনি কখনও আপস করেননি।

যোগাযোগের চেষ্টা করেছিলেন জেডি ভান্স modi refuses trump calls

সংসদে প্রধানমন্ত্রী স্পষ্ট করেছেন, “গত ৯ মে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স আমার সঙ্গে ৩–৪ বার যোগাযোগের চেষ্টা করেছিলেন। আমি তখন সশস্ত্র বাহিনীর সঙ্গে বৈঠকে ব্যস্ত থাকায় কথা বলিনি। পরে ফোন করে পরিস্থিতি জানালে, আমি স্পষ্ট করেছি—পাকিস্তান গুলি চালালে আমরা প্রতিক্রিয়া জানাব।”

Advertisements

শুল্ক বিতর্কেও ভারতের অবস্থান কঠোর। ট্রাম্প ঘোষণা করেছিলেন ভারতীয় পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপ করা হচ্ছে, রাশিয়ার তেল কেনা বন্ধ না করার জন্য। কিন্তু মোদী বারবার ইঙ্গিত দিয়েছেন, “যতই চাপ আসুক, তা আমাদের শক্তি বৃদ্ধির জন্য।” কূটনীতিকরা মনে করছেন, যদি জার্মান সংবাদমাধ্যমের তথ্য সঠিক হয়, তবে এটি পরিষ্কার যে, ট্রাম্পের চাপের কাছে মোদি কখনও নতিস্বীকার করেননি।

এই প্রেক্ষাপটে, ভারত–মার্কিন সম্পর্কের নতুন অধ্যায়ে শীতলতা, আত্মনির্ভরশীল কূটনীতি এবং দেশের স্বার্থ সর্বাধিক গুরুত্ব পাচ্ছে।

Bharat: Reports from German and Japanese media claim PM Narendra Modi refused four calls from Donald Trump, signaling a diplomatic chill. The move follows Trump’s threat of 50% tariffs on Indian goods over its continued purchase of Russian oil, straining India-US relations.