নয়াদিল্লি: রাজ্যসভায় ড. বিআর অম্বেদকরকে নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ‘ফ্যাশন’ মন্তব্যকে কেন্দ্র করে রীতিমতো ঝড় উঠেছে দিল্লির দরবারে৷ প্রবল বিতর্কের মুখে বুধবার মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কংগ্রেসের দাবি পত্রপাঠ খারিজ করে দেন তিনি৷ উল্টে অম্বেদকর প্রসঙ্গে তাঁদেরই নিশানা করলেন নমো। প্রধানমন্ত্রীর দাবি, অম্বেদকরকে অপমান করা কংগ্রেসের কালো অধ্যায়৷ যা রাজ্যসভায় দাঁড়িয়ে আমিত শাহ ফাঁস করে দিয়েছেন। (modi reacts over ambedkar remark)
তীব্র সমালোচনা কংগ্রেসের modi reacts over ambedkar remark
প্রধানমন্ত্রী মোদী বুধবার কংগ্রেস এবং তাদের “অবক্ষয়ী পরিবেশ”-এর তীব্র সমালোচনা করেন৷ তাঁর অভিযোগ, দীর্ঘদিন ধরে ড. বিআর অম্বেদকরের প্রতি কংগ্রেস অবজ্ঞা ও অপমান প্রদর্শন করেছে। ভারতীয় সংবিধানের স্থপতির অবদান মুছে ফেলার জন্য নানা অপপ্রচার চালিয়েছে বলেও অভিযোগ তাঁর৷
বিতর্কের সূত্রপাত মঙ্গলবার৷ সংবিধান-বিতর্কে কংগ্রেসকে আক্রমণ শানাতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘‘এখন এটা যেন ফ্যাশন হয়ে গিয়েছে৷— অম্বেদকর, অম্বেদকর, অম্বেদকর, অম্বেদকর, অম্বেডকর, অম্বেডকর। এত বার কেউ ভগবানের নাম নিলে, সাত জন্ম স্বর্গবাস হত।’’ শাহের এই মন্তব্যের পরই ক্ষেপে ওঠে কংগ্রেস৷ প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ শুরু করেন৷ বুধবার সকালে সংসদের বাইরে অম্বেদকরের ছবি হাতে বিক্ষোভ দেখান তাঁরা। ‘জয় ভীম’ স্লোগান ওঠে৷ এই ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে সংসদ চত্বর। অমিত শাহের পদত্যাগের দাবি তোলে কংগ্রেস।
কংগ্রেসকে ধুয়ে দিলেন নমো modi reacts over ambedkar remark
বুধবার সোশ্যাল মিডিয়ায় একের পর এক পোস্ট করে কংগ্রেসকে ধুয়ে দিলেন প্রধানমন্ত্রী৷ আক্রমণ শানিয়ে বলেন, কংগ্রেস এবং তাদের পচে যাওয়া ব্যবস্থা মনে করে যে মিথ্যা কথা বলে তাদের দীর্ঘ বছরের অক্ষমতা লুকিয়ে রাখা সম্ভব৷ তাদের ধারণা সম্পূর্ণ ভুল৷ বিশেষ করে তাঁরা অম্বেদকরকে যে অপমান করেছে, তা ভোলার নয়।’’
তিনি কংগ্রেসের বিরুদ্ধে তালিকা করে বলেন, “কংগ্রেস শুধু ড. অম্বেদকরের প্রতি ভারত রত্ন প্রদানের দাবি অস্বীকারই করেনি, বরং তাঁকে নির্বাচনে পরাজিত করার জন্য নানান কৌশলও গ্রহণ করেছে। নেহরু তাঁকে নির্বাচনে পরাজিত করার জন্য প্রচার চালিয়েছিলেন এবং তার পরাজয়কে সম্মানের বিষয় বানিয়েছিলেন। এমনকি সংসদের কেন্দ্রীয় হলে তার প্রতিকৃতি স্থাপন করতেও অস্বীকার করা হয়েছিল।”
অম্বেদকরের উত্তরাধিকারকে মুছে ফেলার চেষ্টা modi reacts over ambedkar remark
মোদীর কথায়, ‘‘ভারতের মানুষ বার বার দেখেছে যে, কী ভাবে একটি পরিবারতান্ত্রিক দল অম্বেদকরের উত্তরাধিকারকে মুছে ফেলার চেষ্টা করেছে এবং তফসিলি জাতি ও উপজাতি সম্প্রদায়কে অপমান করার জন্য সম্ভাব্য সমস্ত নোংরা কৌশল নিয়েছে।’’
১৯৫২ সালে লোকসভা নির্বাচনে মুম্বই (উত্তর) আসনে কংগ্রেসের প্রার্থী নারায়ণ সাদোবা কজরোলকারের কাছে পরাজিত হন ড. অম্বেদকর। পরে ১৯৫৪ সালে ভান্ডারা উপনির্বাচনেও কংগ্রেস প্রার্থী ভাউরাও বোরকরের কাছে পরাজিত হন তিনি। প্রধানমন্ত্রী মোদী জানান, কংগ্রেসের শাসনামলে তফসিলি জাতি ও উপজাতি সম্প্রদায়ের বিরুদ্ধে একাধিক গণহত্যা সংঘটিত হয়েছে। তিনি বলেন, “কংগ্রেস বহু বছর ক্ষমতায় থাকলেও, তারা তফসিলি জাতি ও উপজাতি সম্প্রদায়ের উন্নয়নে কোনও উল্লেখযোগ্য পদক্ষেপ নেয়নি।”
পরবর্তী সময়ে, প্রধানমন্ত্রী মোদী বিজেপি সরকারের পক্ষ থেকে ড. অম্বেদকরের ভাবনা বাস্তবায়নে নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন, যেমন ২৫ কোটি মানুষকে দারিদ্র্যসীমার বাইরে নিয়ে আসা এবং তফসিলি জাতি ও উপজাতি আইনকে শক্তিশালী করা।
নাটক করছে কংগ্রেস modi reacts over ambedkar remark
অমিত শাহের রাজ্যসভার বক্তব্যের পর কংগ্রেসের প্রতিক্রিয়া সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, “কংগ্রেস এখন নাটক করছে৷ কারণ অমিত শাহ যে সত্যটা সামনে নিয়ে এসেছেন তাতে তারা স্তম্ভিত৷ অমিত শাহ কংগ্রেসের অন্ধকার ইতিহাস ফাঁস করেছেন, এবং এখন তারা সেই সত্যের সামনে এসে নিজেদের রক্ষা করতে নাটক করছে।”
প্রধানমন্ত্রী মোদী স্পষ্টভাবে জানিয়েছেন যে, কংগ্রেসের ইতিহাসের পাতা থেকে তাদের অপরাধ লুকানো সম্ভব নয় এবং অম্বেদকরের প্রতি তাদের অপমানের ঘটনা দেশের জনগণের কাছে উন্মোচিত হয়েছে।
Bharat: Ambedkar controversy: Amit Shah’s ‘fashion’ remark sparks uproar. PM Modi criticizes Congress for disrespecting Ambedkar. Protests erupt in Parliament. Calls for Shah’s resignation.