এসসিও সম্মেলনে মোদী–পুতিনের উষ্ণ আলিঙ্গন! ট্রাম্পকে কূটনৈতিক বার্তা?

সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (SCO) শীর্ষ সম্মেলনের মঞ্চে রবিবার আন্তর্জাতিক কূটনীতির নজরকাড়া দৃশ্য৷ তিয়ানজিনে একে অপরকে উষ্ণ আলিঙ্গনে আবদ্ধ করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রাশিয়ার…

Modi Putin Meeting SCO Summit

সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (SCO) শীর্ষ সম্মেলনের মঞ্চে রবিবার আন্তর্জাতিক কূটনীতির নজরকাড়া দৃশ্য৷ তিয়ানজিনে একে অপরকে উষ্ণ আলিঙ্গনে আবদ্ধ করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দুই রাষ্ট্রপ্রধানেপ আলিঙ্গনের ছবি ও ভিডিয়ো সামাজিক মাধ্যমে ভাইরাল। নিজেই এক্স-এ সেই ছবি শেয়ার করে খোদ মোদী লিখেন, “প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে দেখা সবসময়ই আনন্দের।”

বৈঠকের আগে কূটনৈতিক বার্তা

এই সৌহার্দ্যের প্রকাশ ঘটল দু’নেতার মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকের কয়েক ঘণ্টা আগে। সরকারি সূত্রে খবর, এদিন মোদী ও পুতিনের আলোচনার কেন্দ্রে থাকছে জ্বালানি সহযোগিতা, প্রতিরক্ষা ক্ষেত্রের সমন্বয়, এবং নতুন বৈশ্বিক শক্তির ভারসাম্য। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি রাশিয়ার অপরিশোধিত তেল আমদানির কারণে ভারতীয় পণ্যে ৫০ শতাংশ শুল্ক চাপিয়েছেন। সেই প্রেক্ষাপটে মোদী–পুতিন বৈঠক নিশ্চিত ভাবেই তাৎপর্যপূর্ণ।

   

তিয়ানজিনে ত্রিমুখী কূটনীতি Modi Putin Meeting SCO Summit

সম্মেলনস্থলে মোদী, পুতিন ও চিনের প্রেসিডেন্ট শি জিনপিংকে সৌহার্দ্যের সঙ্গে হাসিমুখে আলাপ, করমর্দন ও আলিঙ্গন করতে দেখা যায়। পরে মোদী সোশ্যাল মিডিয়ায় লেখেন, “তিয়ানজিনে আলোচনার ধারা অব্যাহত। প্রেসিডেন্ট পুতিন ও প্রেসিডেন্ট শি-র সঙ্গে নানা মতবিনিময় হল এসসিও শীর্ষ সম্মেলনে।”

মার্কিন চাপ ও এশিয়ার সমীকরণ

ভারত, রাশিয়া ও চিন—তিন দেশের সঙ্গেই সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক অস্বস্তিকর। ইউক্রেন যুদ্ধ, বাণিজ্যশুল্ক ও ভূরাজনৈতিক চাপের প্রেক্ষাপটে তিয়ানজিনে এই সৌহার্দ্যের বার্তা যেন এক নতুন আঞ্চলিক সমীকরণের ইঙ্গিত।

মোদী–শি বৈঠক: সহযোগিতা ও সন্ত্রাসবাদের প্রসঙ্গ

রবিবারই চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে বসেন মোদী। দুই নেতা মাদক পাচার ও অন্যান্য অবৈধ কার্যকলাপের বিরুদ্ধে যৌথ উদ্যোগের প্রয়োজনীয়তা জোর দিয়ে উল্লেখ করেন। পাশাপাশি সীমান্ত–পারের সন্ত্রাসবাদ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন প্রধানমন্ত্রী মোদী।

Advertisements
সাত বছর পর চিন সফর

২০২০ সালের গালওয়ান সংঘাতের পর ভারত–চিন সম্পর্ক একাধিক টানাপোড়েনের মুখে পড়েছে। এমন প্রেক্ষাপটে সাত বছর পর মোদীর চিন সফর বিশেষ গুরুত্ববাহী। তাঁর পুতিন ও শি জিনপিংয়ের সঙ্গে এই সৌহার্দ্যপূর্ণ সাক্ষাৎ ও আলাপচারিতা আন্তর্জাতিক কূটনীতিতে নতুন ইঙ্গিত বহন করছে।

Bharat: India’s PM Modi and Russia’s President Putin shared a warm embrace at the SCO summit in Tianjin. Their bilateral meeting, with China’s President Xi Jinping also present, focused on energy cooperation, defense, and shifting global power dynamics.