জেলে গেলে সরকারি কর্মীরা পদ হারায়, প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীরা নয় কেন? প্রশ্ন মোদীর

Modi on constitutional amendment bill গয়া: বিহারের গয়া থেকে শুক্রবার অনুষ্ঠিত বিজেপি জনসভায় সরাসরি বিরোধীদের উদ্দেশে প্রশ্ন তুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, “সরকারি কর্মীরা…

Modi on constitutional amendment bill

Modi on constitutional amendment bill

গয়া: বিহারের গয়া থেকে শুক্রবার অনুষ্ঠিত বিজেপি জনসভায় সরাসরি বিরোধীদের উদ্দেশে প্রশ্ন তুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, “সরকারি কর্মীরা জেলে গেলে চাকরি চলে যায়। তাহলে মন্ত্রী বা মুখ্যমন্ত্রীরা জেলে গেলে তাঁদের পদ কেন থাকবে? জেলের ভিতর থেকে ফাইলে সই করবেন, এটা কীভাবে সম্ভব?”

মোদী আরও বলেন, “বাবা সাহেব ডঃ আম্বেদকর কল্পনাও করতে পারতেন না যে ক্ষমতায় থাকা মানুষরা এইভাবে দুর্নীতি করবে। শুধু তাই নয়, জেলের ভিতর থেকে দুর্নীতি চলবে, এমন অবস্থা তিনি ভাবেননি।”

   

প্রধানমন্ত্রীর সাফ কথা, “আজ আর কেউ আইনের ঊর্ধ্বে নয়। কিন্তু কীভাবে সম্ভব যে কিছু মুখ্যমন্ত্রী, মন্ত্রী বা এমনকি প্রধানমন্ত্রী জেলে থাকলেও ক্ষমতার সুবিধা নিতে পারেন? সরকারি কর্মচারী যদি ৫০ ঘণ্টা জেলে থাকেন, স্বয়ংক্রিয়ভাবে চাকরি চলে যায়—হোক সে ড্রাইভার, ক্লার্ক বা পিয়ন। কিন্তু মুখ্যমন্ত্রী, মন্ত্রী বা প্রধানমন্ত্রী জেলেও পদ ভোগ করতে পারেন,” 

১৩০তম সংবিধান সংশোধনী বিল: প্রধান বিষয়

গত বুধবার লোকসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনটি বিল পেশ করেন। এর মধ্যে ১৩০তম সংবিধান সংশোধনী বিল সর্বাধিক বিতর্কিত। বিল অনুযায়ী, মন্ত্রী, মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রী যদি টানা ৩০ দিন জেলে থাকেন, তাহলে আদালতে দোষী সাব্যস্ত হওয়ার আগেই তাঁকে পদ থেকে সরিয়ে দেওয়া হবে।

সংবিধানের ৭৫ নম্বর অনুচ্ছেদে নতুন ধারা যোগ করা হবে। আইন অনুযায়ী, যদি কোনো মন্ত্রী ৫ বছর বা তার বেশি কারাদণ্ডযোগ্য অপরাধে গ্রেফতার হন এবং ৩০ দিন জেলে থাকেন, তিনি পদচ্যুত হবেন। একই বিধান রাজ্যের মুখ্যমন্ত্রী, মন্ত্রী ও জম্মু-কাশ্মীরের মন্ত্রীর ক্ষেত্রেও প্রযোজ্য।

বিরোধীদের তীব্র সমালোচনা Modi on constitutional amendment bill

কংগ্রেস নেতা অভিষেক মনু সিংভি টুইটারে লিখেছেন, “এটি ভয়ঙ্কর চক্র। বিরোধী নেতাদের নির্বিচারে গ্রেফতার করা হয়, আর নতুন আইন কেন্দ্রীয় সংস্থাকে হাতিয়ার করে বিরোধী রাজ্যগুলিতে অস্থিরতা সৃষ্টি করতে পারে।”

Advertisements

বিরোধীরা আশঙ্কা প্রকাশ করেছেন, এই বিল রাজ্য সরকারের স্থিতিশীলতা নষ্ট করবে এবং কেন্দ্রীয় সরকারের ক্ষমতার প্রভাব আরও বাড়াবে।

মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিক্রিয়া

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, “আমি ১৩০তম সংবিধান সংশোধনী বিলের কঠোর নিন্দা করছি। এটি শুধু গণতন্ত্রের জন্যই বিপজ্জনক নয়, দেশের ফেডারেল কাঠামোর ওপরও মারাত্মক আঘাত। এই বিল অতিজরুরি অবস্থার চেয়েও ভয়ঙ্কর, যা ভারতের গণতান্ত্রিক যুগের অবসান ঘটাতে পারে।”

প্রধানমন্ত্রী মোদীর বিহার সফর

একই দিনে প্রধানমন্ত্রী মোদী বিহারে প্রায় ১৩,০০০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন। তিনি গয়া থেকে দিল্লি পর্যন্ত অমৃত ভারত এক্সপ্রেস চালু করেন এবং বৈশালী থেকে কোডারমা পর্যন্ত বুদ্ধ সার্কিট ট্রেন উদ্বোধন করেন। এছাড়াও প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের সুবিধাভোগীদের হাতে চাবি তুলে দেন।

Bharat: At a rally in Gaya, PM Narendra Modi questioned why jailed ministers can retain their posts while government employees lose their jobs. He voiced strong support for the 130th Constitutional Amendment Bill, which seeks to remove politicians from office if jailed for over 30 days.