Modi knew Pahalgam attack
নয়াদিল্লি: পহেলগাঁও-এ ভয়াবহ জঙ্গি হামলায় ২৬ জন নিরীহ মানুষের মৃত্যুর ১৪ দিনের মাথায় নতুন করে বিতর্ক উসকে দিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে। তাঁর দাবি, হামলার তিন দিন আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে গোয়েন্দা রিপোর্ট পৌঁছেছিল, যেখানে স্পষ্ট জানানো হয়েছিল সম্ভাব্য সন্ত্রাসবাদী হামলার কথা। আর সেই সতর্কবার্তার ভিত্তিতেই প্রধানমন্ত্রী নিজের কাশ্মীর সফর বাতিল করেন।
খার্গের কথায়, “সরকার নিজের মুখেই স্বীকার করেছে যে গোয়েন্দা ব্যর্থতা ঘটেছে। তাঁরা বলেছে, বিষয়টা তারা দেখবে। কিন্তু যদি আগাম সতর্কবার্তা পাওয়া গিয়েছিল, তাহলে আগে থেকে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়নি কেন? কেন এতটা শিথিল নিরাপত্তা ছিল?” তিনি আরও বলেন, “আমি শুনেছি প্রধানমন্ত্রীকে হামলার তিন দিন আগেই রিপোর্ট পাঠানো হয়েছিল। এমনকি আমি এ সংক্রান্ত খবর একটি দৈনিকে পড়েওছি।”
কী বলছে গোয়েন্দা সূত্র?
পিটিআই সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, কাশ্মীরের পহেলগাঁও-এর বাইরের এলাকায় হোটেলে থাকা পর্যটকদের উপর হামলা হতে পারে, এমন আশঙ্কার কথা হামলার এক সপ্তাহ আগেই জানিয়েছিল ভারতের গোয়েন্দা বিভাগ। বিশেষ করে জবরওয়ান পাহাড়ের পাদদেশে অবস্থিত হোটেলগুলিতে হামলার আশঙ্কা ছিল প্রবল। এই এলাকা পর্যটকদের মধ্যে খুবই জনপ্রিয়, বিশেষত গ্রীষ্মকালে।
গোয়েন্দা ইনপুটে বলা হয়েছিল, সন্ত্রাসবাদীরা ধর্মীয় পরিচয় যাচাই করে টার্গেট বেছে নিতে পারে। এই আশঙ্কা দুর্ভাগ্যজনকভাবে সত্যি প্রমাণিত হয়। পহেলগাঁও-এ গুলিচালনার সময় জঙ্গিরা পর্যটকদের ধর্ম পরিচয় জেনে হিন্দু ও খ্রিস্টানদের উপর গুলি চালায়।
প্রধানমন্ত্রী সফর বাতিল করেছিলেন কেন? Modi knew Pahalgam attack
প্রধানমন্ত্রীর ১৯ এপ্রিল কাশ্মীর সফরে যাওয়ার কথা ছিল, যেখানে তাঁর কাটরা থেকে শ্রীনগর পর্যন্ত প্রথম ট্রেন পরিষেবা উদ্বোধন করার কথা ছিল। শেষ মুহূর্তে সেই সফর বাতিল করা হয়। সরকারিভাবে বলা হয়, কটরায় ঝোড়ো হাওয়া ও খারাপ আবহাওয়ার পূর্বাভাস থাকায় সফর স্থগিত হয়েছে। কিন্তু খার্গের দাবি, এর নেপথ্যে মূল কারণ ছিল গোয়েন্দা সতর্কবার্তা।
কেন্দ্রের মন্ত্রীরা কী বলছেন?
সরকারি স্তরে এখনও খার্গের মন্তব্যের সরাসরি প্রতিক্রিয়া দেওয়া হয়নি। তবে সূত্রের খবর, ২৪ এপ্রিল অনুষ্ঠিত এক অ-দলীয় বৈঠকে কেন্দ্র সরকার স্বীকার করেছে যে পহেলগাঁও হামলার ক্ষেত্রে নিরাপত্তা গাফিলতি ছিল।
বৈঠকে জানানো হয়, স্থানীয় প্রশাসন পর্যটন মরশুম শুরুর আগেই বৈসরন এলাকা পর্যটকদের জন্য খুলে দেয়, যা নিয়মবহির্ভূত। কারণ সাধারণত জুনের আগে — অর্থাৎ অমরনাথ যাত্রার আগে — ওই অঞ্চল সুরক্ষার জন্য বন্ধ রাখা হয়। অথচ সেকথা কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থাগুলিকে জানানো হয়নি।
কী বলছেন নিরাপত্তা বিশ্লেষকরা?
নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, গোয়েন্দা তথ্য থাকা সত্ত্বেও যদি তৎপরতা না দেখানো হয়, তাহলে সেটা “ইনফর্মেশন টু ইনএকশন” রূপান্তরের ব্যর্থতা। এবং সেটা শুধু প্রশাসনিক ব্যর্থতা নয়, রাজনৈতিক জবাবদিহিরও ইঙ্গিত দেয়।
এছাড়া প্রশ্ন উঠছে, যদি প্রধানমন্ত্রীর সফর বাতিল হয় নিরাপত্তার কারণে, তাহলে সাধারণ নাগরিকদের নিরাপত্তা নিয়ে কেন এত উদাসীনতা?
Bharat: Congress President Kharge claims PM Modi was warned of Pahalgam attack 3 days prior, questioning security lapses and his cancelled Kashmir visit. Intel sources confirm terror threat to tourists was issued a week earlier.