পাটনা: নির্বাচনের দামামা বাজতেই বিহারে যুব নেতাদের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। বৃহস্পতিবার ‘মেরা বুথ মেরা মজবুত’-অনুষ্ঠানে বিহারের যুব নেতাদের উদ্বুদ্ধ করলেন তিনি। এদিন মোদী বলেন, “এই নির্বাচন বিহারের নতুন অধ্যায়ের সূচনা করবে”। শুধু তাই নয়, এদিন মহাজোটকেও তীব্র কটাক্ষ করেন তিনি।
মোদী বলেন, “যারা নিজেদের গাঁঠবন্ধন বলে দাবী করে, আদপে তাঁরা হল লাঠবন্ধন! ওরা শুধু লাঠি ব্যাবহার করে লড়াই করতে জানে!” তিনি আরও বলেন, বিহারে স্থতাবস্থা বজায় থাকলে ঝড়ের বেগে উন্নয়ন হবে, আর সেটাই NDA সরকারের লক্ষ্য।
‘জঙ্গল রাজ’ ফিরতে দেবেন না!
বলা বাহুল্য, লালু যাদবের আমলের ‘জঙ্গলের রাজত্ব’ নীতিশ কুমার শেষ করেছেন বলে সুর চড়িয়ে আসছেন নরেন্দ্র মোদী (Narendra Modi) সহ সমগ্র গেরুয়া শিবির। পাশাপাশি, মহাজোটের মুখ্যমন্ত্রীর মুখ ঘোষণা হওয়ার পরেই রাজ্যের মানুষ ‘জঙ্গল রাজ’ ফিরতে দেবেন না বলে দাবী করেন মোদী।
তিনি বলেন, “এটা চাণক্যের ভূমি। বিহারের মানুষ কখনও ওদের (আরজেডি)-কে ক্ষমা করবে না। আমি বিহারের যুব সম্প্রদায়কে বলতে চাই প্রত্যেক বুথের সামনে জড়ো হন এবং বয়োজ্যেষ্ঠরা মানুষকে বিহারের রাজনৈতিক ইতিহাস জানান”।
“বিহারকে ধ্বংস করায় মাওবাদীদের বড় হাত রয়েছে!”
বৃহস্পতিবার নরেন্দ্র মোদী আরও বলেন, “কয়েক দশক ধরে, দেশ এবং বিহারের যুবসমাজ নকশালবাদ এবং মাওবাদী (Maoists) সন্ত্রাসের শিকার হয়েছে। এমনকি তারা মাওবাদী সন্ত্রাসের সাহায্যে নির্বাচনেও জয়লাভ করেছে।”
এরপর তিনি বলেন, “এই মাওবাদী সন্ত্রাস স্কুল, কলেজ বা হাসপাতাল খুলতে দেয়নি, বরং নির্মিত হাসপাতালগুলিকে ধ্বংস করে দিয়েছে। তারা শিল্পকে প্রবেশ করতে দেয়নি। বিহারকে এই পরিস্থিতি থেকে বের করে আনতে অনেক প্রচেষ্টা করা হচ্ছে। কিন্তু আমরা তা করছি। ২০১৪ সাল থেকে আমরা খুব কঠোর পরিশ্রম করেছি।”


