বিহার: নির্বাচনের প্রাক্কালে ফের জোরালো রাজনৈতিক বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। বৃহস্পতিবার বিহারে বিজেপি কর্মীদের এক ‘বুথ সম্মেলন’-এ অংশ নিয়ে তিনি আরজেডি তথা মহাগঠবন্ধনকে কঠোর ভাষায় আক্রমণ করেন। ‘মেরা বুথ সবসে মজবুত’ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি বলেন, “এই নির্বাচন বিহারের ইতিহাসে নতুন অধ্যায় লেখার সুযোগ দেবে। সেই নতুন অধ্যায়ের রূপকার হবে বিহারের তরুণ প্রজন্ম।”
মোদীর বক্তব্যে স্পষ্ট ছিল উন্নয়ন বনাম ‘জঙ্গলরাজ’-এর লড়াইয়ের সুর। তিনি বলেন, “আরজেডি শাসনের সময় বিহার ছিল সন্ত্রাস, দুর্নীতি ও নকশাল আতঙ্কে জর্জরিত। তখন মাওবাদীরা স্কুল, কলেজ, হাসপাতাল গড়ে উঠতে দিত না। উন্নয়নের যে কোনও উদ্যোগ বোমা ফাটিয়ে ধ্বংস করে দেওয়া হত। শিল্প স্থাপনও বন্ধ হয়ে গিয়েছিল।”
তিনি অভিযোগ করেন, “এই তথাকথিত মহাগঠবন্ধন আসলে এক ‘লাঠবন্দন’। এরা কেবল নিজেদের স্বার্থেই ব্যস্ত, জনগণের স্বার্থে নয়। দুই প্রজন্মের ভবিষ্যৎ নষ্ট করেছে এরা। বিহারের মানুষ এখনো ভুলতে পারেনি সেই জঙ্গলরাজের দিনগুলি।”
মোদীর দাবি, এনডিএ সরকারই বিহারকে সেই অন্ধকার যুগ থেকে টেনে এনেছে। “আজ বিহার উন্নয়নের পথে হাঁটছে। মানুষের বিশ্বাসের শক্তিতে আমরা এগোচ্ছি। ‘জন বিশ্বাস’ই আমাদের চালিকা শক্তি,” বলেন প্রধানমন্ত্রী।
তিনি বিজেপি কর্মীদের আহ্বান জানান, “প্রত্যেক বুথকে মজবুত করুন, প্রত্যেক বাড়িতে গিয়ে মানুষকে ভোট দিতে উদ্বুদ্ধ করুন। প্রবীণরা যেন তরুণদের বোঝান, অতীতে জঙ্গলরাজের অত্যাচার কেমন ছিল।”
প্রধানমন্ত্রী বলেন, “বিহারের যুব সমাজ আমাদের দেশের ভবিষ্যৎ। তাদের স্বপ্ন পূরণ করা আমাদের দায়িত্ব। বিহারের তরুণদের ক্ষমতায়নই হবে রাজ্যের উন্নয়নের আসল চাবিকাঠি। নারীশক্তির ক্ষমতায়নের নতুন যুগ শুরু হবে নভেম্বর ১৪ তারিখে, যখন বিহারের মানুষ আবার এনডিএকে বেছে নেবেন। আমরা নিষ্ঠার সঙ্গে কাজ করছি যাতে প্রত্যেক নারী, প্রত্যেক যুবক উন্নয়নের সুফল পায়।”
মোদী শুভেচ্ছা জানান ভাইদূজ ও ছটপুজোর জন্য। তিনি বলেন, “বিহারে এখন উৎসবের আমেজ। ভাইদূজের শুভেচ্ছা জানাই আমার তরুণ বন্ধুদের। ছটী মাইয়ার পূজার প্রস্তুতি চলছে পুরোদমে, আর তার সঙ্গে চলছে গণতন্ত্রের মহোৎসব—বিহারের নির্বাচন।”
প্রধানমন্ত্রী বলেন, “আমরা শুধু নির্বাচনের জন্য রাজনীতি করি না, আমরা উন্নয়নের জন্য কাজ করি। বিহারের মানুষ আর কখনও সেই জঙ্গলরাজের অন্ধকারে ফিরে যাবে না। তারা উন্নয়নের আলোয় নতুন ভবিষ্যৎ তৈরি করবে।”



