নারী ও শিশুর স্বাস্থ্যে বিশ্বরেকর্ড স্তরের উদ্যোগ, জন্মদিনেই উদ্বোধন মোদীর

নয়াদিল্লি: আগামী ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন৷ ওই দিনটি দেশজুড়ে পালিত হতে চলেছে ভিন্ন মাত্রায়। আনুষ্ঠানিকভাবে সূচনা করা হবে কেন্দ্রের নয়া স্বাস্থ্য অভিযান- ‘সুস্থ…

Modi health scheme

নয়াদিল্লি: আগামী ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন৷ ওই দিনটি দেশজুড়ে পালিত হতে চলেছে ভিন্ন মাত্রায়। আনুষ্ঠানিকভাবে সূচনা করা হবে কেন্দ্রের নয়া স্বাস্থ্য অভিযান- ‘সুস্থ নারী, শক্তিশালী পরিবার’ (Swasth Nari, Sashakt Parivar Abhiyan)-এর। মূলত মহিলাদের ও শিশুদের স্বাস্থ্য পরিষেবা জোরদার করা, সচেতনতা বাড়ানো এবং সর্বত্র সহজলভ্য চিকিৎসা পৌঁছে দেওয়াই এই কর্মসূচির লক্ষ্য।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, এই অভিযান হবে বিশ্বের অন্যতম বৃহত্তম স্বাস্থ্য সচেতনতা কর্মসূচি। একযোগে দেশজুড়ে বিপুল সংখ্যক স্বাস্থ্য শিবির ও কার্যক্রম সংগঠিত হওয়ায় গড়ে উঠতে পারে এক নতুন বিশ্বরেকর্ডও।

   

৭৫ হাজার স্বাস্থ্য শিবির

সরকারি সূত্রে খবর, দেশজুড়ে ৭৫ হাজারেরও বেশি স্বাস্থ্য শিবির আয়োজিত হবে আয়ুষ্মান আরোগ্য মন্দির, কমিউনিটি হেলথ সেন্টার (CHC) ও অন্যান্য স্বাস্থ্য প্রতিষ্ঠানে। বিশেষত মহিলাদের ও শিশুদের স্বাস্থ্য চাহিদাকে সামনে রেখেই এই শিবিরগুলির রূপরেখা তৈরি হয়েছে।

রাজধানীতে বিশেষ কর্মসূচি Modi health scheme

দিল্লি-সহ বিজেপি শাসিত রাজ্যগুলিতে থাকছে একাধিক বিশেষ উদ্যোগ। রাজধানীতে কার্তব্য পথের ধারে হবে রক্তদান শিবির, উদ্বোধন হবে নতুন হাসপাতাল ব্লকের। পাশাপাশি দেশজুড়ে পালিত হবে পনেরো দিনের ‘সেবা পাক্ষিক’।

পুষ্টি মাস পালন

এই উদ্যোগের অঙ্গ হিসেবেই সেপ্টেম্বর মাসকে দেশজুড়ে পালন করা হবে ‘পুষ্টি মাস’ হিসেবে। আঙ্গনওয়াড়ি কেন্দ্রে হবে শিশু ও মাতৃস্বাস্থ্যের উপর স্বাস্থ্য পরীক্ষা, বৃদ্ধি পর্যবেক্ষণ ও সচেতনতা কর্মসূচি। মূলত সুষম খাদ্যের প্রচার এবং অপুষ্টি রোধ করাই এর লক্ষ্য।

স্বাস্থ্য সূচকে অগ্রগতি

ভারতের স্বাস্থ্য সূচক ইতিমধ্যেই উল্লেখযোগ্য উন্নতি করেছে। মাতৃমৃত্যুর হার (MMR) ২০১৪ সালের ১৩০ থেকে নেমে এসেছে ৯৩-এ। নবজাতকের মৃত্যু হার (NMR) ২৬ থেকে কমে দাঁড়িয়েছে ১৯। পাঁচ বছরের নিচে শিশু মৃত্যুর হার (U5MR) ৪৫ থেকে নেমে ৩১-এ। সরকারের দাবি, এই নতুন উদ্যোগের মাধ্যমে খুব দ্রুতই অর্জিত হবে জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG) ২০৩০।

Advertisements
নাড্ডার বার্তা

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী জেপি নাড্ডা এক্স (X)-এ লিখেছেন, “সুস্থ নারী মানেই শক্তিশালী পরিবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দৃষ্টিভঙ্গিরই প্রতিফলন এই অভিযান। মহিলাদের স্বাস্থ্য জোরদার হলেই পরিবার হবে সুস্থ, সমাজ হবে ক্ষমতায়িত।” তিনি এ উদ্যোগে বেসরকারি হাসপাতাল ও স্বাস্থ্যসঙ্গীদেরও এগিয়ে আসার আহ্বান জানান।

‘বিকশিত ভারত’-এর পথে

সরকারের দাবি, এই উদ্যোগ শুধু স্বাস্থ্য নয়, বরং এক বৃহত্তর সামাজিক রূপান্তরের পথ প্রশস্ত করবে। মহিলাদের সুস্থতা এবং পুষ্টি-সচেতনতার মাধ্যমে শক্তিশালী পরিবার ও উন্নত ভারত গড়ার লক্ষ্যেই এগোচ্ছে এই অভিযান৷

Bharat: On his birthday, PM Narendra Modi launches the ‘Swasth Nari, Sashakt Parivar’ initiative. The new health campaign for women and children aims to set a world record with over 75,000 health camps nationwide.