দুর্গাপুজোর আগেই বাড়ছে DA, উপকৃত হবেন লক্ষ লক্ষ কর্মী

অবশেষে সকল অপেক্ষার অবশন ঘটতে চলেছে লক্ষ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মীদের। এবার আরেক দফা ডিএ (DA) বা মহার্ঘ ভাতা নিয়ে প্রকাশ্যে এল আরও বিশাল বড়…

দুর্গাপুজোর আগেই বাড়ছে DA, উপকৃত হবেন লক্ষ লক্ষ কর্মী

অবশেষে সকল অপেক্ষার অবশন ঘটতে চলেছে লক্ষ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মীদের। এবার আরেক দফা ডিএ (DA) বা মহার্ঘ ভাতা নিয়ে প্রকাশ্যে এল আরও বিশাল বড় আপডেট, যা শুনলে আপনিও খুশি গিয়ে যাবেন। এমনিতেই বছরে দু দফায় কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বাড়ে। ইতিমধ্যে লোকসভা ভোটের আগে এক দফায় ডিএ বেড়েছে সরকারি কর্মীদের। তবে এবার আরেক দফার পালা। কোন মাস থেকে সম্ভাব্য ডিএ বাড়বে সেই নিয়ে প্রকাশ্যে এলো বড় আপডেট।

 জানা যাচ্ছে আগামী সেপ্টেম্বর মাসেই অর্থাৎ দুর্গাপুজোর আগেই মহার্ঘ্য ভাতা বাড়তে চলেছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের । খুব শীঘ্রই বাড়তে পারে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা। কেন্দ্র সেপ্টেম্বরে তিন থেকে চার শতাংশ বৃদ্ধির ঘোষণা করবে বলে আশা করা হচ্ছে, যা ১ জুলাই ২০২৪ থেকে কার্যকর হবে বলে আশা করা হচ্ছে।

   

 বর্তমানে, ডিএ মূল বেতনের ৫০ শতাংশে দাঁড়িয়েছে এবং সপ্তম বেতন কমিশন অনুসারে মূল বেতনের সাথে ডিএ একীভূত করার বিষয়ে আলোচনা চলছে। তবে সূত্রের খবর, ডিএ ৫০ শতাংশের বেশি হলে এই সংযুক্তিকরণ হবে না। পরিবর্তে, ডিএ এই সীমা অতিক্রম করলে বাড়ি ভাড়া ভাতা (এইচআরএ) সহ ভাতা বাড়ানো যেতে পারে, এমন একটি পরিস্থিতি যা ইতিমধ্যে পৌঁছেছে।

Advertisements

 উল্লেখযোগ্যভাবে, চতুর্থ বেতন কমিশনের সময়, ডিএ ১৭০ শতাংশে পৌঁছেছিল। ২০২৪ সালের মার্চ মাসে সরকার ডিএ চার শতাংশ বাড়িয়ে মূল বেতনের ৫০ শতাংশে নিয়ে এসেছিল। একই সঙ্গে পেনশনভোগীদের মহার্ঘ ত্রাণও (ডিআর) চার শতাংশ বাড়ানো হয়েছে। ডিএ এবং ডিআর সাধারণত বছরে দু’বার সংশোধিত হয়, যা জানুয়ারি এবং জুলাই থেকে কার্যকর হয়। এগুলি শিল্প শ্রমিকদের জন্য সর্বভারতীয় ভোক্তা মূল্য সূচকের (সিপিআই-আইডাব্লু) ১২ -মাসের গড়ের শতাংশ বৃদ্ধির দ্বারা নির্ধারিত হয়। যদিও ভাতাগুলি প্রতি বছর ১ জানুয়ারি এবং ১ জুলাই থেকে কার্যকর হয়, তবে ঘোষণাগুলি সাধারণত মার্চ এবং সেপ্টেম্বর / অক্টোবরে করা হয়।