প্রতিরক্ষা ক্ষেত্রে বড় সিদ্ধান্ত কেন্দ্রের

indian army

বড় সিদ্ধান্তের পথে হাঁটল কেন্দ্রের মোদী সরকার। প্রশিক্ষণ নেওয়ার সময়ে যদি কোনো প্রাক কমিশনপ্রাপ্ত মারা ব্যক্তি মারা যান তাহলে তাঁর পরিবারকে পেনশন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

প্রতিরক্ষা মন্ত্রকের অধীন এক্স-সার্ভিসমেন ওয়েলফেয়ার বিভাগের মতে, এতদিন শর্ট সার্ভিস কমিশনড অফিসার (এসএসসিও) এবং (ইকো) বা ইমার্জেন্সি কমিশনের অফিসারদের অধীনে সেনাবাহিনীতে যোগ দেওয়া সেনা অফিসারদের পরিবার, যাঁরা কমিশনিংয়ের আগে মারা গিয়েছিলেন, তাঁরা পেনশনের সুবিধা পেতেন না।

   

কিন্তু বৃহস্পতিবার এক্স-সার্ভিসমেন ওয়েলফেয়ার বিভাগ ডিইএসডব্লিউ, এই বিষয়ে একটি চিঠি জারি করে এবং এসসিও এবং ইকো-র প্রি-কমিশনড অফিসারদের এই সুবিধাগুলি প্রসারিত করার সিদ্ধান্ত নিয়েছে।
সেনাবাহিনীর তিনটি উইংকে চিঠি পাঠানো হয়েছে
এ ব্যাপারে সেনা, বায়ুসেনা ও নৌবাহিনীর প্রি-কমিশনড অফিসারদের যাতে সুবিধা দেওয়া যায়, সে জন্য বাহিনীর তিন শাখার প্রধানদের কাছে চিঠি পাঠিয়েছেন দফতরের ডেপুটি সেক্রেটারি অনিল আগরওয়াল।

উল্লেখ্য, ২০১৭ সালে ইন্ডিয়ান মিলিটারি অ্যাকাডেমিতে (আইএমএ) ১০ কিলোমিটার দৌড়ের সময় দু’জন মিলিটারি ক্যাডেটের মৃত্যু হয়। ২০১৯ সালে আইএমএ-তে এক ক্যাডেটের মৃত্যু হয় সামরিক মহড়ার সময় মাথায় আঘাত লেগে। কারণ এই ক্যাডেটদের সেনাবাহিনীতে কমিশন করা যায়নি, তাদের পরিবার প্রতিরক্ষা পেনশনের সুবিধা পেতে পারেনি।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন