সিডিএস নিয়োগের আগে আর্মি সার্ভিস রুলসে বড় পরিবর্তন আনল কেন্দ্র

সিডিএস (CDS) বাছাইয়ের ক্ষেত্রে এবার বিষয়ে পরিবর্তন আনতে চলেছে কেন্দ্রীয় সরকার।নতুন সিডিএস নিয়োগের আগে সরকার আর্মি সার্ভিস রুলসে বড় ধরনের পরিবর্তন এনেছে। Advertisements এখন সিডিএস…

সিডিএস (CDS) বাছাইয়ের ক্ষেত্রে এবার বিষয়ে পরিবর্তন আনতে চলেছে কেন্দ্রীয় সরকার।নতুন সিডিএস নিয়োগের আগে সরকার আর্মি সার্ভিস রুলসে বড় ধরনের পরিবর্তন এনেছে।

Advertisements

এখন সিডিএস পদের জন্য লেফটেন্যান্ট জেনারেল পদমর্যাদার সেই সব অফিসারকেও বেছে নেওয়া যাবে যাঁদের বয়স ৬২ বছরের বেশি নয়। বিশেষ বিষয় হল, ৬২ বছরের কম বয়সী অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল পদমর্যাদার অফিসাররাও এখন সিডিএস পদের জন্য যোগ্য হবেন।

   

উল্লেখ্য, এখনও পর্যন্ত, শুধুমাত্র একজন তারকা সামরিক কর্মকর্তা সিডিএস পদে পৌঁছাতে পারতেন।
গত ৬ মাস ধরে চিফ অফ ডিফেন্স স্টাফ (সিডিএস) পদটি খালি পড়ে রয়েছে। গত বছর ২০২১ সালের ডিসেম্বরে হেলিকপ্টার দুর্ঘটনায় তৎকালীন সিডিএস জেনারেল বিপিন রাওয়াতের মৃত্যুর পর থেকে সিডিএসের পদটি শূন্য রয়েছে। তবে নতুন গেজেট বিজ্ঞপ্তির পর মনে করা হচ্ছে, এখন সিডিএসের পদ দ্রুত পূরণ করা যাবে।

নতুন গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে সিডিএসের দৌড়ে বাদ পড়েছেন সব অবসরপ্রাপ্ত সেনা বা নৌ ও বায়ুসেনা প্রধানরা। কারণ সেনাবাহিনী, বিমান বাহিনী ও নৌবাহিনীর প্রধানরা ৬২ বছর বয়সে অবসর গ্রহণ করেন।