প্যালেস্তাইনে গণহত্যা নিয়ে “মোদী সরকারের নীরবতা লজ্জাজনক”, বললেন সনিয়া গান্ধী

নয়াদিল্লি: প্যালেস্তাইন (Palestine) গণহত্যা নিয়ে ফের মোদী সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন কংগ্রেসের (Congress) চেয়ারপার্সন সনিয়া গান্ধী (Sonia Gandhi)। প্যালেস্তাইন ইস্যুতে ভারতের কড়া প্রতিক্রিয়া এবং নেতৃত্ব প্রদর্শন প্রয়োজন, বলে মনে করছেন সনিয়া। গাজার মানুষের মৃত্যুমিছিল সত্ত্বেও মোদী সরকারের (Modi government) “গভীর নীরবতা” ভারতের মানবিকতা এবং নৈতিকতার উপরেই প্রশ্ন এনে দিয়েছে।

Advertisements

সম্প্রতি একটি সংবাদপত্রের প্রতিবেদিনে, কংগ্রেস নেত্রী কেন্দ্র সরকারের তীব্র সমালোচনা করে বলেন, “প্যালেস্তাইন ইস্যুতে ভারতের পদক্ষেপ নরেন্দ্র মোদী (Narendra Modi) এবং নেতানিয়াহুর “বন্ধুত্বের” দ্বারা ব্যাপকভাবে প্রভাবিত হচ্ছে। গাজায় মৃত্যুমিছিল নিয়ে আমেরিকার মনোভাবকেও সনিয়া “বেদনাদায়ক এবং মানবতার উপর চরম আঘাত” বলে উল্লেখ করেন।

বিশ্ব মঞ্চে নরেন্দ্র মোদীর ব্যক্তিগত সম্পর্ক কখনই ভারতের মনোভাবকে ব্যক্ত করতে পারে না বলে উল্লেখ করেন তিনি। বিশেষ করে, যেখানে প্যালেস্তাইনকে ১৯৮৮ সালেই সর্বাগ্রে স্বীকৃতি দিয়েছিল, সেক্ষেত্রে মোদী সরকারের আমলে রাষ্ট্রপুঞ্জে ভোটাভুটির সময় দ্বিরাষ্ট্র নীতির বৈঠকে ভারতের বিরত থাকা খুবই দুঃখজনক বলে মনে করছেন কংগ্রেসের বর্ষীয়ান নেত্রী।

রাষ্ট্রপুঞ্জে দ্বিরাষ্ট্র নীতিতে সমর্থন জানিয়েছে ভারত

উল্লেখ্য, গাজার যুদ্ধবিরতি নিয়ে বিগত তিন বছরে চারবার ভোটদান থকে বিরত থাকে ভারত। এই নিয়েই প্যালেস্তাইনের (Palestine) প্রতি ভারতের অবস্থান নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু করে। আমেরিকা এবং ইজরায়েলের সঙ্গে মোদীর সখ্যতাই ছিল প্রশ্ন ওঠার মূল কারণ বলে করেন রাজনীতিকরা। অবশেষে সম্প্রতি বিশ্বের বিশ্বের ১৪২ টি দেশের সঙ্গে প্যালেস্তাইন ও ইজরায়েল দ্বিরাষ্ট্র নীতির পক্ষে ভোট দিয়েছে ভারত।

Advertisements

গাজায় মৃত্যুমিছিল ও দুর্ভিক্ষ নিয়ে সনিয়ার ক্ষোভ

গাজায় ইজরায়েল হামলায় ইতিমধ্যেই প্রায় ৬৪ হাজার মানুষ মারা গিয়েছেন। তাঁদের মধ্যে শিশু এবং মহিলাদের সংখ্যা প্রায় ৭০ শতাংশ। সেইসঙ্গে বিশ্বের অন্যান্য দেশের তরফে পাঠানো ত্রাণও আটকে দিচ্ছে নেতানিয়াহু সরকার। এর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে সনিয়া বলেন, “গাজাবাসীকে দুর্ভিক্ষের মতো পরিস্থিতিতে পড়তে বাধ্য করা হয়েছে, ইসরায়েলি সেনাবাহিনী অত্যন্ত প্রয়োজনীয় খাদ্য, ওষুধ এবং অন্যান্য সাহায্য সরবরাহে নিষ্ঠুরভাবে বাধা দিচ্ছে”।

ইজরায়েলের দয়া দাক্ষিণ্যে ঢুকতে দেওয়া ত্রাণ “হতাশার সমুদ্রে কয়েক ফোঁটা জলকণা মাত্র” বলে কটাক্ষ করেন সনিয়া। সমগ্র বিশ্ব প্যালেস্তাইন ইস্যুতে পদক্ষেপ নিতে অনেক দেরি করে ফেলেছে এবং এটিকে শুধুমাত্র একটি বিদেশ নীতি নয়, বরং মানবতার খাতিরে ভারতের আরও কঠোরভাবে এর নিন্দা করা উচিৎ বলে মনে করছেন কংগ্রেস নেত্রী।