উরি থেকে পহেলগাঁও: মোদীর নেতৃত্বে ‘নয়া কাশ্মীর’ ও শক্তিশালী সন্ত্রাস নীতি

নয়াদিল্লি: ভারতীয় জনতা পার্টির রাজনৈতিক দর্শনের কেন্দ্রীয় স্তম্ভ ছিল জম্মু-কাশ্মীরকে ভারতের সঙ্গে সম্পূর্ণ একীভূত করা। শ্যামাপ্রসাদ মুখার্জি প্রথম উচ্চারণ করেছিলেন ‘এক নিশান, এক বিধান, এক…

Modi Government Kashmir Policy

নয়াদিল্লি: ভারতীয় জনতা পার্টির রাজনৈতিক দর্শনের কেন্দ্রীয় স্তম্ভ ছিল জম্মু-কাশ্মীরকে ভারতের সঙ্গে সম্পূর্ণ একীভূত করা। শ্যামাপ্রসাদ মুখার্জি প্রথম উচ্চারণ করেছিলেন ‘এক নিশান, এক বিধান, এক সংবিধান’-এর স্লোগান। সেই স্বপ্ন বাস্তবে রূপ দেন নরেন্দ্র মোদী—২০১৯ সালে অনুচ্ছেদ ৩৭০ রদ করে কাশ্মীরের বিশেষ মর্যাদা শেষ হয় এবং জম্মু-কাশ্মীর ও লাদাখকে কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করা হয়।

প্রথম মেয়াদ: সার্জিকাল স্ট্রাইক থেকে বালাকোট

উরি হামলা (২০১৬) এবং পুলওয়ামার মর্মান্তিক ঘটনা (২০১৯) ভারতের প্রতিক্রিয়াকে এক নতুন উচ্চতায় নিয়ে যায়। উরি-পরবর্তী সার্জিকাল স্ট্রাইক এবং পুলওয়ামার পর ‘অপারেশন বান্দর’—বালাকোটে এয়ারস্ট্রাইক—প্রথমবার ভারত সীমান্ত পেরিয়ে সন্ত্রাসের মূলে আঘাত হানে। অভিনন্দন বর্তমানের বন্দি হওয়া ও তাঁর নিরাপদ প্রত্যাবর্তনও মোদী সরকারের কূটনৈতিক সাফল্যের প্রতীক হয়ে ওঠে।

   

দ্বিতীয় মেয়াদ: অনুচ্ছেদ ৩৭০ রদ Modi Government Kashmir Policy

বালাকোটের পর ভোটাররা বিজেপিকে আরও বড় ম্যান্ডেট দেন। মোদীর আস্থাভাজন অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতেই গোয়েন্দা ও নিরাপত্তা সংস্থার সঙ্গে বৈঠকে স্পষ্ট করে দেন যে ৩৭০ রদ করা হবে। আশঙ্কা ছিল রক্তপাত ও সহিংসতার। কিন্তু ইন্টারনেট শাটডাউন, রাজনীতিকদের গৃহবন্দি রাখা ও সংসদে সংখ্যাগরিষ্ঠতার কৌশলে কোনও রক্তপাত ছাড়াই ঐতিহাসিক সিদ্ধান্ত কার্যকর হয়। বিরোধী আন্দোলন, আদালতের চ্যালেঞ্জ,সব কিছুকেই টপকে বিজেপি তাদের নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করে।

তৃতীয় মেয়াদ: সন্ত্রাসের নতুন চ্যালেঞ্জ ও অপারেশন সিঁদুর

কাশ্মীর পর্যটনের নতুন গন্তব্যে পরিণত হয়, আন্তর্জাতিক মহলেও পাকিস্তান একঘরে হতে থাকে। কিন্তু ২০২৫ সালের এপ্রিলেই শান্তির মুখোশ খুলে যায়—পহেলগাঁও-এর বৈসারণ ভ্যালিতে ২৬ পর্যটকের নৃশংস হত্যাকাণ্ডে ফের প্রশ্ন ওঠে, ‘নয়া কাশ্মীর’ কি আগে ভাগেই ঘোষণা করা হয়েছিল?

Advertisements

মোদী সরকারের জবাব ছিল সোজাসাপ্টা—অপারেশন সিঁদুর। পাকিস্তানকে জানিয়ে দেওয়া হয়, জঙ্গি হামলার জবাব এবার শুধু পাকিস্তান অধিকৃত কশ্মীরকেই নয়, আঁচ ইসলামাবাদ-রাওয়ালপিন্ডি-লাহোর-করাচি পর্যন্ত পৌঁছাবে। ভারতের কৌশল স্পষ্ট: পরমাণু হুমকি আর কাজ করবে না। ভিডিও-প্রমাণসহ নিখুঁত হামলা চালিয়ে সরকার সমালোচকদেরও স্তব্ধ করে দেয়।

সামনে কী?

মোদীর ৭৫তম জন্মদিনে যখন আমেরিকা পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক নাচ শুরু করেছে এবং ডোনাল্ড ট্রাম্প ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে নৈশভোজে বসেছেন, তখনও কাশ্মীর রয়ে গিয়েছে ভারতের রাজনীতির সবচেয়ে বড় ধাঁধা।

Bharat: A look at the Modi government’s monumental decisions regarding Jammu and Kashmir, from the surgical strikes after Uri and Pulwama to the historic abrogation of Article 370. This analysis explores the political and strategic moves that fulfilled a core BJP promise, ending Kashmir’s special status.